শহিদুল ইসলাম, (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার ২০ সেপ্টেম্বর বেলা ১১ টায় প্রতিদ্বন্দ্বিতাকারী ৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দদেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ।
প্রতীক পেয়েই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণায় নামেন ।
নাচোল উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা আব্দুস সামাদ জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আশারাফুল ইসলাম (টিউবয়েল), মশিউর রহমান বাবু (চশমা), মোসাদ্দেক হোসেন জুয়েল (টিয়া পাখি), হারুন-অর-রশিদ (মাইক) এবং হেলাল উদ্দিন লিটন (তালা) প্রতীক পেয়েছেন ।
তিনি আরো জানান, ২৮ ফেব্রুয়ারি/২০২১ তারিখে অনুষ্ঠিত নাচোল পৌর নির্বাচনে তৎকালীন ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু ২ফেব্রুয়ারি স্বেচ্ছায় পদত্যাগ করে মেয়র পদে অংশ নেয়ায় পদটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর ভোটগ্রহণ হবে।
নাচোল উপজেলায় মোট ভোটার ১লাখ ১৪ হাজার ৬৬৮ এর মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ৬২৭ এবং নারী ভোটার ৫৭ হাজার ৪১জন। ভোট কেন্দ্র ৫৫টি , ভোটকক্ষ ২৯৯, অস্থায়ী ভোটকক্ষের সংখ্যা ২৭। আজকের তানোর