রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:২৫ am
আশরাফুল ইসলাম রনজু , নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলার সব বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২০ সেপ্টেম্বর) সোমবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ।
এসময় তানোর উপজেলা কৃষি অফিসার শামিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন- তানোর উপজেলা বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি মোহাম্মদ আলী বাবু।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা বিএডিসি সার সমিতির সভাপতি বিএনপি নেতা জাকির হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আ’লীগ নেতা নির্মল কুমার দাস। এছাড়াও বিসিআইসি ডিলার এমদাদুল হক ও উপ-সহকারী কৃষি অফিসার নাসিম ও বেশ কিছু সার ব্যবসায়ীসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ যোগদানের পর এই প্রথম সার ডিলারদের সঙ্গে অফিসিয়ালী ভাবে প্রথম সভা উপলক্ষে ইউএনও’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আজকের তানোর