রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৪:০৮ am
আশরাফুল ইসলাম রনজু, নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোরে ১৬ বছরের এক ছাত্রীকে বাল্য বিয়ে থেকে রক্ষা করলেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান।
আজ (১৯ সেপ্টেম্বর) রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তিনি সংগীয় ফোর্সসহ কামারগাঁ ইউপির মারিয়া গ্রামে গিয়ে দেখেন বাল্যবিয়ে দেয়ার প্রস্তুতি চলছে। এসময় থানার ওসি বাল্য বিয়েটি বন্ধ করে দেন।
এতে উপস্থিত ছিলেন, কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামনিক, পারিশো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম কমল সাহা প্রমুখ। এহেন সময় গ্রামবাসীর উপস্থিতিতে ওই ছাত্রীর মা ১৮ বছরের আগে তার মেয়েকে বিয়ে দিবেন না মর্মে মুচলেকা দিয়ে বিয়েটি বন্ধ করে দেন।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, তানোর উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। তিনি আরও বলেন, সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। তবেই বাল্য বিয়ে বন্ধ করা সম্ভব হবে। আজকের তানোর