শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১০:০৮ am
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের একটি ঐতিহাসিক কেল্লা ধ্বংস করার অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে। স্থানীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বালা হিসার নামে ১৭০ বছরের পুরোনো ওই কেল্লা হেলমান্দ প্রদেশের গিরিশক শহরে অবস্থিত।
প্রাচীন কারাগার হিসেবে ব্যবহৃত ওই ঐতিহাসিক কেল্লা যুবরাজ হাবিবুল্লার শাসনামলে সরদার সিদ্দিক খান সংস্কার করেন।
এছাড়া তালেবানের বিরুদ্ধে আফগানিস্তানের বিভিন্ন মূল্যবান প্রাচীন নষ্ট করারও অভিযোগ রয়েছে। ধর্মীয়ভাবে রক্ষণশীল হিসেবে পরিচিত তালেবান মানুষসহ যেকোনো জীবন্ত কিছুর ছবি ও মূর্তিকে নিষিদ্ধ মনে করে। তাই মাসখানেক আগে তালেবান দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতা দখলের পর কাবুল জাদুঘরে রাখা প্রায় ৮০ হাজার প্রাচীন নির্দশন ঝুঁকির মধ্যে রয়েছে বলে জাদুঘরের পরিচালক মোহাম্মদ ফাহিম রাহিমি জানিয়েছেন।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তালেবানের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন অনেক আফগান নাগরিক। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
কয়েক বছর ধরেই হেলমান্দ দখলের জন্য সহিংস লড়াই চালিয়ে আসছে তালেবান। তাদের বিরুদ্ধে বেসামরিক নাগরিকসহ সিনিয়র সাংবাদিক ইলিয়াস দালিকে হত্যার অভিযোগও রয়েছে। সূত্র : যুগান্তর