রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:২৩ am

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
যেখানে রোনালদো-মেসিকে ছাড়িয়ে গেলেন হল্যান্ড

যেখানে রোনালদো-মেসিকে ছাড়িয়ে গেলেন হল্যান্ড

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের পরিসংখ্যান খুবই ঈর্ষণীয়। প্রথম জন ১৩৫ গোল নিয়ে প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতা, মেসির গোল ১২০। ইউরোপিয়ান ফুটবলের নতুন সেনসেশন এমবাপ্পেও ৪৭ ম্যাচে ঈর্ষা জাগানিয়া ২৭ গোল করেছেন। ইউরোপ মঞ্চে এই তিন জনের চেয়েও একটি জায়গায় এগিয়ে বরুসিয়া ডর্টমুন্ডের নরওয়েজিয়ান স্ট্রাইকার এরলিং ব্রত হল্যান্ড। ম্যাচের তুলনায় গোলের সংখ্যা বেশি ২১ বছর বয়সী এ ফুটবলারের।

চ্যাম্পিয়ন্স লিগে হল্যান্ড ১৭ ম্যাচে করেছেন ২১ গোল। এমন পরিসংখ্যান রোনালদো, মেসি ও এমবাপ্পে তো দূরের কথা, অন্য কোনো ফুটবলারের আছে কিনা তা-ই জানাই গবেষণার বিষয় হতে পারে! নরওয়েজিয়ান তারকা সর্বশেষ এক ম্যাচে করেছেন এক গোল। সর্বশেষ আট ম্যাচে তার গোলের সংখ্যা ১০টি। অথচ ২০১৯-২০ চ্যাম্পিয়ন্স লিগে সাবেক তার ক্লাব রেড বুল সালসবুর্গের হয়ে খেলার সময় লিভারপুল ও নাপোলির মতো শক্তিশালী দলগুলোর সঙ্গে একই গ্রুপে খেলেছিলেন তিনি। সেবার ছয় ম্যাচে আট গোল করেছিলেন হল্যান্ড।

চ্যাম্পিয়ন্স লিগে কম ম্যাচে বেশি গোল যারা করেছেন সেই এমবাপ্পে, স্যামুয়েল ইতো, ওয়েইন রুনি, হারনান ক্রেসপো ও লুইস সুয়ারেজও হল্যান্ডের সঙ্গে তুলনায় অনেক পিছিয়ে। স্যামুয়েল ইতো ৭৮ ম্যাচে করেছেন ৩০ গোল, রুনি ৮৫ ম্যাচে ৩০টি, ক্রেসপো ৬৫ ম্যাচে ২৫ ও সুয়ারেজ ৬৭ ম্যাচে করেছেন ২৬ গোল।

ম্যাচ প্রতি গোল করার হারেও হল্যান্ড রোনালদো, মেসি ও এমবাপ্পের চেয়ে বহুগুণে সামনে রয়েছেন। হল্যান্ড প্রতি ম্যাচে করেছেন ১.২৪ গোল। যেখানে রোনালদো, মেসি ও এমবাপ্পের ম্যাচ প্রতি গোল যথাক্রমে ০.৭৬, ০.৮ ও ০.৫৭। অন্যদের মধ্যে বায়ার্ন মিউনিখের রবার্ট লেওয়ান্ডোফস্কি ৯৭ ম্যাচে ৭৫ গোল ও রুড ভন ৭৩ মাচে ৫৬ গোল করেছেন। ইউরোপা লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে হল্যান্ড ২৩ ম্যাচে করেছেন ২৫ গোল। এই হিসাবে অন্তর্ভুক করা হয়েছে বাছাইয়ের ম্যাচগুলোও।

শুধু চ্যাম্পিয়ন্স লিগ না, ঘরোয়া লিগগুলোতেও হল্যান্ড গোল মেশিন। বরুসিয়ার জার্সিতে এখন পর্যন্ত তিনি খেলেছেন ৬৬ ম্যাচ, গোলসংখ্যাও ম্যাচের সমান। তার আগে রেড বুল সালসবুর্গের হয়ে ২৭ ম্যাচে করেছিলেন ২৯ গোল। জাতীয় দল নরওয়েজিয়ার হয়ে ১৫ ম্যাচে তার গোল ১২টি। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.