মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৬:৩৭ pm
নিজস্ব প্রতিবেদক :
মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় রাজশাহীর তানোর উপজেলায় গৃহহীনদেরকে প্রধানমন্ত্রীর গোলাপি ও সবুজ বাড়ি উপহার দেয়া হয়েছে। সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় গৃহগুলো তৈরি করা হয়।
গোলাপি ও সবুজ রঙের এসব বাড়ি আজ (২৩ জানুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করে প্রধানমন্ত্রীর ভিডিও ফুটেজ ধারণ সরাসরি দেখানো হয়। পরে পুরো উপজেলার ৫৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের নামে বাড়িগুলো দলিলের মাধ্যমে হস্তান্তর করা হয়।
এতে উপস্থিত ছিলেন, এডিসি (শিক্ষা) মো. কামরুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহোতো, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান, পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, পাঁচন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন, ভূমি অফিসের সার্ভেয়ার পলোক কুমার দাস, নাজির (ভারপ্রাপ্ত) শাহিনুর রহমান, সার্টিফিকেট সহকারী জিয়াউল হক ছাড়াও পরিষদ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
উপহারভোগী উপজেলার গাগরন্ড গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী লাইলা বেগম জানান, সরকারি খাস ফাঁকা জায়গায় মনোরম পরিবেশে সবুজ টিনের ছাউনি ও গোলাপি রঙের পাঁকা দেয়ালের বাড়ি পেয়ে তার মনে আনন্দ যেন ধরছে না। এমনই আনন্দে আত্নহারা হয়ে আরেক উপহারভোগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীঘায়ু কামনা করেন উপজেলার জুমারপাড়া গ্রামের ফ্যানদাসের পুত্র রাজেন মুন্ডা ছাড়াও ৫৭ জন উপহারভোগী।
এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়নাধীন এসব প্রতিটি ঘরের জন্য বরাদ্দ দেয়া হয়েছে এক লক্ষ ৭৫ হাজার টাকা। এতে ২০ ফুট বাই ২২ ফুট প্রস্থের ২টি কক্ষ, একটি রান্না ঘর ও একটি টয়লেটসহ সামনে খোলা বারান্দা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো জানান, মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় এই উপজেলাতেও ৫৭টি গৃহহীন নারী-পুরুষকে প্রধানমন্ত্রীর গোলাপি ও সবুজ ঘর আনুষ্ঠানিকভাবে উপহার প্রদান সম্পন্ন হয়েছে।