রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৫৯ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
টানা দেড় বছর পর রাজশাহীর তানোরে স্কুল-কলেজ মাদ্রাসার পাশাপাশি খুলেছে বে-সরকারি প্রি-ক্যাডেট শিশু একাডেমি ও কিন্ডার গার্ডেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সরকারি ঘোষণা অনুযায়ী চলতি মাসের ১২ সেপ্টেম্বর থেকে এ উপজেলার সব ক’টি কিন্ডার গার্ডেন স্কুল খুলে দেয়া হয়েছে।
জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনেই ক্লাসে ফিরানো হয়েছে শিক্ষার্থীদের। সব প্রস্তুতি শেষে এ উপজেলায় তানোর প্রি-ক্যাডেট শিশু একাডেমি, সানশাইন কিন্ডার গার্ডেন ও শাপলা কোয়ালিটি কেজিস্কুল ছাড়াও ২০টির মতো প্রি-ক্যাডেট শিশু একাডেমি ও কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীরা আগের মতো ক্লাশে ফিরেছে। সঙ্গে শিক্ষকসহ ব্যবস্থাপনা কমিটিও।
করোনা মহামারী মোকাবিলা করে স্বাভাবিক পাঠদান চালিয়ে যাওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের আগামীর শিক্ষাজীবন আরও সুন্দর করার আশাবাদ ব্যক্ত করছেন প্রত্যেক প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষকরা। ফলে ক্লাসে ফিরে উচ্ছ্বাসিত শিক্ষক ও শিক্ষার্থীরা।
সরকারি ঘোষনার পর গত রোববার থেকে আজ মঙ্গলবার দুপুরেও দেখা গেছে স্কুল-কলেজ ও মাদ্রাসার পাশাপাশি শিশু একাডেমি ও কিন্ডার গার্ডেন শিক্ষার্থীদের ড্রেস পরে যাতায়াত করতে। ক্লাশে ফিরে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠে। এছাড়া অনেক অভিভাবকও সকাল থেকেই স্কুলের সামনে সন্তানের জন্য অপেক্ষায় ছিলেন। দীর্ঘ দেড় বছর পর স্কুলে ফেরার অনুভূতিগুলো জানিয়েছেন শিক্ষার্থীসহ শিক্ষকরাও। অপরদিকে, কিছু শিক্ষার্থীকে ইউনিফর্ম ছাড়ায় ক্লাসে ফিরতে দেখা গেছে।
এনিয়ে তানোর প্রি-ক্যাডেট শিশু একাডেমির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ফারহানা আকতার রিয়া তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলে- আমি আজও সকাল সাড়ে ৮টায় স্কুলে পৌঁছেছি। নতুন স্কুল ড্রেস এবং মাস্ক পরেই স্কুলে এসেছি। সঙ্গে হ্যান্ড স্যানিটাইজারও নিয়েছি। সকালে এসেই বন্ধুদের সঙ্গে কথা বলেছি। স্কুলে আসা দু’দিন হলো। আগে বাড়িতে ভালো লাগতো না। স্কুলে সবাই মিলে একসঙ্গে খুব ভালো লাগছে। ওই প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির ছাত্রী তোরা পাল একই কথা ব্যক্ত করে বলে এটি অন্যরকম এক ভালোলাগা।
এবিষয়ে তানোর প্রি-ক্যাডেট শিশু একাডেমির পরিচালক দেলোয়ার হোসেন জানান, হাসি-খুশি নিয়েই যথাসময়ে শিক্ষার্থীরা ক্লাশে ফিরেছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই সব শিক্ষার্থীকে ক্লাসে প্রবেশ করানো হয়েছে। দুপুর পর্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে ক্লাস নেয়া হয়েছে। তবে, শিক্ষার্থীরা সবাই সুস্থ ছিল। তানোর সানশাইন কিন্ডার গার্ডেনের প্রোপাইটার বকুল সরকার একই কথা জানান।
এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেন, সরকারি ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো সব প্রি-ক্যাডেট শিশু একাডেমি ও কিন্ডার গার্ডেন শিক্ষাপ্রতিষ্ঠান চলবে। তবে, কিন্ডার গার্ডেন ও শিশু একাডেমির শিক্ষার্থীর অভিভাবকরা বেশি সচেতন। এরপরও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান ইউএনও। আজকের তানোর