রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১১:২৫ am
নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর আড়ানী পৌরসভার বহিস্কৃত মেয়র মুক্তার আলীর ছেলে মাদক মামলার পালাতক আসামি রাজু আহম্মেদকে (২৪) গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)’র সদস্যরা। মঙ্গলবার (১৪-৯-২০২১) বিকেল সাড়ে ৩টার দিকে আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় ।
জেলা পুলিশের অতিরিক্তি পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর গোয়েন্দা শাখার ডিবি) একটি দল পালাতক আসামি রাজু আহম্মেদকে গ্রেপ্তার করেছে। রাজু আহম্মেদ পুলিশ হেফাজতে আছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
জানা গেছে, গত ৯ জুলাই মেয়র মুক্তার আলীকে পাবনার ঈশ্বরদী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে নিয়ে তার বাড়িতে তল্লাশী চালানো হয়। এসময় তার দেখানো মতে চার বোতল ফেন্সিডিল, একশত গ্রাম গাঁজা, নগদ এক লাখ ৩২ হাজার টাকা এবং দেশীয় অস্ত্র ধারালো চাকু উদ্ধার করা করে পুলিশ।
এর আগে গত ৭ জুলাই মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়ে গুলিসহ চারটি আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য এবং প্রায় এক কোটি টাকা উদ্ধার করেছিল রাজশাহী জেলা পুলিশ। ওই সময় মেয়রের স্ত্রী ও দুই ভাতিজাকে গ্রেপ্তার করে পুলিশ। আড়ানী পৌর বাজারো এক কলেজ শিক্ষককে মারধরসহ তার স্ত্রীকে লাঞ্চিতের অভিযোগে দায়েরকৃত মামলায় তাদেও গ্রেফতার করা হয়।
এসব ঘটনার প্রেক্ষিতে ১২ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মেয়র মুক্তার আলীকে বরখাস্তের আদেশ দেয়া হয়। বর্তমানে বহিস্কৃত মেয়র মুক্তার আলী কারাগারে রয়েছেন। আজকের তানোর