রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:০৬ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৭ মাস পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ভাইস চেয়ারম্যানপদে উপ-নির্বাচন। মনোনয়ন দাখিলের শেষ দিনে ৫ জনের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। চলতি বছরের (২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত নাচোল পৌর নির্বাচনে তৎকালীন ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু পদত্যাগ করে মেয়রপদে অংশ নেয়। এতে ভাইস চেয়ারম্যান পদটি শূন্য হয়।
ফলে উপ-নির্বাচনে ঘোষিত সিডিউল অনুযায়ী মনোনয়পত্র দাখিলের শেষ দিন (১৩ সেপ্টেম্বর) সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন দাখিল করেন ৫ জন। এসব মনোনয়ন দাখিলকারী ৫ জনই আওয়ামী লীগ সমর্থিত। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে নির্বাচন বর্জন করায় দলটির পক্ষ থেকে কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন নি।
প্রার্থীরা হলেন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রভাষক মশিউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল হক, উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি মোসাদ্দেক হসেন জুয়েল, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সভাপতি হেলাল উদ্দিন লিটন ও আওয়ামী লীগ সমর্থিত প্রভাষক হারুন-অর-রশিদ।
তারা সকলেই উপজেলা নির্বাচন ও সহকারি রিটার্নিং অফিসার আব্দুস সামাদের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন অফিসার জানান মনোনয়নপত্র বাছাই ১৪ সেপ্টেম্বর ও প্রর্থিতা প্রত্যাহার ১৯ সেপ্টেম্বর এবং ৭ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গ, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত নাচোল পৌর নির্বাচনে মেয়রপদে প্রতিদ্বন্দ্বিতার জন্য তৎকালীন ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু ২ ফেব্রুয়ারী পদত্যাগ করায় নাচোল উপজেলা ভাইস চেয়ারম্যান পদটি শূন্য হয়। আজকের তানোর