রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৫২ am
নিজস্ব প্রতিবেদক, তানোর : করোনা কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর (১২ সেপ্টেম্বর) রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিনই রোববার বেলা ১১টার দিকে মুন্ডুমালা পৌর এলাকায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান।
এ সময় শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা জন্য মুন্ডুমালা সরকারি উচ্চবিদ্যালয়ে একটি করোনা প্রতিরোধ বুথ প্রদান করেন মেয়র। বুথের চাবি প্রতিষ্ঠান প্রধান মি.কামেল মার্ডির হাতে তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মিজানুর রহমান বুলবুল, শিক্ষক ও শিক্ষার্থীরা।
পরে মুন্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন মেয়র। এছাড়া সেখানেও শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষার জন্য বেশ কয়েক’শ মাস্ক প্রদান করে মেয়র সাইদুর রহমান।
পৌর মেয়র সাইদুর রহমান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খুলে দেয়া একসপ্তা আগে থেকেই পৌর এলাকার প্রতিষ্ঠান গুলোতে পৌরসভা হতে পরিস্কার-পরিচ্ছনা কার্যকম চালানো হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনে স্প্রে করানো হচ্ছে।
সেই সাথে করোনা প্রতিরোধ বুথে শিক্ষাথীরা প্রতিষ্ঠানে প্রবেশের সময় মাস্ক ও হ্যানসেনেটাইজার ব্যবহার করার ব্যবস্থা করা হয়েছে। আজকের তানোর