সমবার, ১৬ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৩:১৫ pm

সংবাদ শিরোনাম ::
ধোবাউড়া সীমান্তে সাংবাদিক মোজাম্মেল বাবু-শ্যামল দত্তসহ আটক ৪ মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন আজ বাগমারায় বাবা দ্বিতীয় বিয়ে করায় ছেলের আত্নহত্যা শিক্ষার্থীদের আন্দোলনে যোগদান করতে পারেননি রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষ নির্দিষ্ট সময়ে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে : অধ্যাপক মজিবুর মোহনপুরে দুর্বৃত্তদের আগুনে মুদির দোকান পুড়ে ছাঁই এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি আরেক ফ্যাসিস্টকে জায়গা দিতে নয় : সারজিস মোহনপুরে শিক্ষককে লাঞ্ছিত করে স্কুলের সিসি ক্যামেরাসহ জিনিসপত্র ভাংচুর বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন : লেখক, দুধরচকী চেয়ারম্যান-ইউএনও-প্রকৌশলীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে দূর্নীতির অভিযোগ রামেক হাসপাতালে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন এক মা রাবির ছাত্রলীগ নেতা পঙ্গু মাসুদ হত্যা ঘটনায় থানায় মামলা নগরীতে দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ উদ্বোধন করলেন রাসিক প্রশাসক বাগমারার সাবেক দুই এমপিসহ ৭৩ জনের নামে মামলায় ১ জন গ্রেপ্তার বাগমারায় চাঁদা নিতে এসে সেনা ক্যাম্পের ঝাড়ুদার আটক রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য জাওয়াদুল হক ক্ষতিগ্রস্ত নগর ভবন পরিদর্শন করলেন রাসিক প্রশাসক ও পুলিশ কমিশনার নির্বাচন হলে কাকে ভোট দেবেন, জরিপে এগিয়ে জামায়াত দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত রাজশাহীর শিল্পীরা গাজার ৮০ শতাংশই বাসিন্দা বিশ্বের ক্ষুধার্ত মানুষ
নগরীতে সার্জেন্টের ওপর হমলায় পুলিশ কমিশনারের মিট দ্যা প্রেস

নগরীতে সার্জেন্টের ওপর হমলায় পুলিশ কমিশনারের মিট দ্যা প্রেস

শাহিন সাগর, নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী নগরীতে পুলিশের ‘সার্জেন্টের ওপর হামলাকারী বেলালকে যারা আশ্রয় দিয়েছে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ঘটনার পর বেলাল কোথায় গিয়েছিলো। কারা তাকে আশ্রয় দিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। বেলালকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ওপরও তদন্ত করা হবে।

এরপর আশ্রয়দাতাদের সঠিক তথ্য পাওয়া মাত্রই তাদের বিরুদ্ধেও যথাযথ আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।’ বেলালকে গ্রেফতার পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে আরএমপি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এরআগে মঙ্গলবার রাজশাহী নগরীর সিটি বাইপাস রোডের প্রবেশদ্বার টমটম (ঘোড়া) চত্বরের চেকপোস্টে তল্লাসীকালে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট বিপুল ভট্টাচার্যকে হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে হামলাকারী সেই যুবক বেলাল হোসেনকে (২৬) বুধবার দিবাগত রাত ১টার দিকে নাটোর মাদরাসা মোড় থেকে গ্রেফতার করা হয়।

হামলাকারী বেলাল বাস যোগে পালানোর চেষ্টাকালে এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত টিমের প্রধান আরএমপির বোয়ালিয়া জোনের উপকমিশনার (ডিসি) সাজিদ হোসেনের নেতৃত্বে থাকা অভিযানিক দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বেলাল রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়ার মৃত শামসুল হকের ছেলে।

সংবাদ সম্মেলনে আরএমপি কমিশনার বলেন, আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশেও দীর্ঘদিন চাকরি করেছি। আমার ২২ বছরের চাকরি জীবনে একজন অফিসারকে এমন নৃশংসভাবে মারপিট করার ঘটনা দেখিনি। আসলে এটা ব্যতিক্রমধর্মী ও অস্বাভাবিক একটি ঘটনা। এ ঘটনায় সরকারি কাজে বাধা প্রদান এবং কর্তব্যরত অফিসারকে হত্যাচেষ্টাসহ অন্যান্য ধারায় মামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরএমপির বোয়ালিয়া জোনের ডিসি সাজিদ হোসেন, শাহমখদুম জোনের ডিসি মুহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপকমিশনার (ডিসি) ও আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজশাহী মহানগরীর সিটি বাইপাস রোডের প্রবেশদ্বার টমটম (ঘোড়া) চত্বরের চেকপোস্টে যানবাহনের কাগজ পরীক্ষা করার সময় বাকবিতন্ডার একপর্যায়ে মোটরসাইকেল আরোহী বেলাল হোসেন ঘটনাস্থালের পাশে থাকা কাঠের দোকানের একটি চলা তুলে নিয়ে ওই সার্জেন্টকে হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে এলোপাতারি হামলা চালায়। সে সময় অন্যান্য পুলিশ সদস্যসহ স্থানীয়রা সার্জেন্টকে উদ্ধারে এগিয়ে আসা মাত্রই হত্যা চেষ্টায় ব্যর্থ হয়ে সটকে পড়ে হামলাকারী।

পরে আহত সার্জেন্টকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় সার্জেন্ট বিপুল ভট্টাচার্যের বাম হাত ভেঙ্গে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও জখমের সৃষ্টি হয়। এ ঘটনায় হামলাকারীর মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.