শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১০:১৮ pm
ক্রীড়া ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের জুনিয়র ফিজিও যোগিশ পারমার করোনা আক্রান্ত হওয়ার অজুহাতে ম্যানেচেস্টার টেস্টে খেলেনি ভারত। গত শুক্রবার সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তার আগে ভারতের জুনিয়র ফিজিও করোনা আক্রান্ত হওয়ার পর টিম ইন্ডিয়ার সব সদস্যের টেস্ট করানো হয়। সেই টেস্টে কোহলিদের ফল নেগেটিভ আসার পরও ম্যানচেস্টারে খেলেনি ভারত।
একিবারে শেষ মুহূর্তে পঞ্চম টেস্ট বাতিল হওয়ায় ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলাবলি করছেন প্রথম চার টেস্টের মধ্যে দুটিতে জিতে ২-১ ব্যবধানে এগিয় থাকা ভারত ম্যানচেস্টারে হেরে যাওয়ার ভয়ে খেলেনি।
সিরিজের পঞ্চম টেস্ট বাতিল হওয়ায় স্বাগতিক ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ৪০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে।
ম্যানচেস্টার টেস্ট বাতিল হওয়ায় ইংল্যান্ড ক্রিকেট দলের অফিসিয়াল সমর্থকদের গ্রুপ বার্মি আর্মি রীতিমতো ক্ষুব্ধ। বার্মি আর্মির প্রধান ক্রিস মিলার্ড জানান, সিরিজের পঞ্চম টেস্ট বাতিল হওয়ায় আমরা সত্যিই হতাশ। আমি ওল্ড ট্রাফোর্ডে খেলা দেখতে এসে সকাল ৮টায় জানতে পারি টেস্ট বাতিল। শুধুমাত্র সমর্থকরাই নয়, এত দেরিতে বাতিলের সিদ্ধান্ত হওয়ায় অনেক ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হয়েছেন। ভারতের এভাবে টেস্ট না খেলে চলে যাওয়াটা অন্যায়। সূত্র : যুগান্তর