রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:১১ am
আন্তর্জাতিক ডেস্ক : ৯/১১ হামলার ২০ বছর পূর্তি উপলক্ষে স্মরণানুষ্ঠানে উপস্থিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। নিউইয়র্কের গ্রাউন্ড জিরোতে স্থানীয় সময় ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হয়। খবর বিবিসির।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিনটনও অনুষ্ঠানে অংশ নিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন হিলারি ক্লিনটনও। এর আগে গ্রাউন্ড জিরোতে জড়ো হন ভুক্তভোগীদের স্বজনসহ আরও অনেকে।
যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার ২০ বছর হলো আজ। ২০০১ সালে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল বিশ্বের বহু দেশে আধিপত্য খাটানো যুক্তরাষ্ট্র।
সেদিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পাশাপাশি হামলা হয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনেও। এছাড়া ছিনতাই হওয়া আরও একটি বিমান বিধ্বস্ত হয় পেনসিলভানিয়ার শাঙ্কসভিলে। হামলায় প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারান। আহত হন কয়েক হাজার মানুষ। হামলায় বেঁচে গেছেন যারা, তাদের অনেকেই এখনও দুঃষহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। সূত্র : জাগোনিউজ