রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৩৪ pm
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ তাঁদের চার দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। শনিবার (১১সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর হড়গ্রাম পূর্বপাড়ায় আইডিইবি ভবনে সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানানো হয়।
দাবি না মানার কারণে বিভিন্ন কর্মসূচি শুরু করার কথা সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চারদফা দাবি তুলে ধরেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের রাজশাহী জেলার আহ্বায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম।
তাঁদের দাবিগুলো হলো- ১. চলমান চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছরে রূপান্তর করার উদ্যোগ বন্ধ করা এবং এই কোর্সকে আরও আধুনিকায়ন করা।
২. বিএনসিসি-২০২০ এর সংজ্ঞা ও ধারা-উপধারা সংশোধন এবং আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ঢাকা ইমরাত নির্মাণ বিধিমালা-২০০৮ সংশোধন করে গেজেট প্রকাশ।
৩. ডিপ্লোমা প্রকৌশলীদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতির কৌটা ৫০ ভাগে উন্নীত করা, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিতে ১:৫ অনুপাতে পদ সৃষ্টি করে প্রজ্ঞাপন জারি এবং ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করা।
৪. দেশের পলিটেকনিক ইনস্টিটিউট ও টিভিইটি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক স্বল্পতা দূর করা, আধুনিক ল্যাব ও ওয়ার্কশপের সংকট দূর করা, শিক্ষকদের সম্মানী নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের বৃত্তি ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভাতা বৃদ্ধিসহ ২৯টি ইমার্জিং টেকনোলজিতে বেকার ডিপ্লোমা গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব দাবি আদায়ে দীর্ঘদিন ধরেই সরকারের সঙ্গে দেনদরবার করা হয়েছে। কিন্তু কোন লাভ হয়নি। তাই গত ৭ সেপ্টেম্বর থেকে তাঁরা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন শুরু করেছেন। তাঁদের ইতিবাচক আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী সকল প্রকৌশল সংস্থায় এক ঘণ্টা কাজ করা হবে ১২ সেপ্টেম্বর। আগামী ১ নভেম্বর পর্যন্ত তাঁরা নানা কর্মসূচি পালন করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের রাজশাহী জেলার সদস্য সচিব প্রকৌশলী মো. আয়াতুল্লাহ, আইইডিবির রাজশাহীর জেলার সভাপতি প্রকৌশলী আমিনুল হক, সাধারণ সম্পাদক হোসেন শাহীদ সোহরাওয়ার্দ্দী প্রমুখ।