বুধবা, ২৭ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৪৩ pm
ডেস্ক রির্পোট : দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল রোববার থেকে খুলছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান।এরআগে প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর এমন নির্দেশণার পর ৩ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দেন।
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার এমন ঘোষণার পর থেকে অপেক্ষার প্রহর গুনছে শিক্ষার্থীরা।শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।কখন যাবে স্কুলে। শিক্ষকরাও অপেক্ষায় আছেন শিক্ষার্থীদের স্বাগত জানাতে।
তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও নেয়া হয় জোর প্রস্তুতি। নতুন রঙে সাজানো হয় অনেক শিক্ষা প্রতিষ্ঠান।ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। পুনরায় শিক্ষা কার্যক্রম শুরু করতে অনেকটা ব্যস্ত সময় পার করছেন শিক্ষক ও স্কুল সংশ্লিষ্টরা।
পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার বাজার ও বিপণিবিতানগুলোতে শিক্ষাসামগ্রী কিনতে দেখা গেছে শিক্ষার্থী ও অভিভাবকদের। বিশেষ করে জুতা-মোজা, ব্যাগ এবং স্কুল ড্রেস কিনতে দেখা গেছে অনেককে। আজকের তোনোর