রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:২২ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪০ দিনব্যাপী মসজিদে জামায়াতের সহিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করা ৭ থেকে ১২ বছরের ২৭ জন শিশু-কিশোরকে পুরুস্কৃত করা হয়েছে। নাচোল পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ডাঙ্গা মহল্লার হাজী আবু সাঈদ রানার উদ্যোগে এসব শিশু-কিশোরদেরকে পুরুস্কৃত করা হয়।
জামায়াতের সহিত ৫ ওয়াক্ত নামাজ ৪০ দিন আদায়কারী ৪ জনকে ১ম পুরুস্কার হিসেবে ৪টি বাই-সাইকেল আর যারা ২ থেকে ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে উপস্থিত হতে পারেনি এমন শিশু/কিশোরদের মাঝে ৫টি প্রেসারকুকার, ৪টি আইরণ, ৯টি স্কুলব্যাগ ও ৫টি দেওয়াল ঘড়ি উপহার দেয়া হয়।
এউপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রফিজুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ ঝালু খান। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান।
এছাড়াও অন্যান্যের মাঝে বক্তব্য দেন, নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও নাচোল ডায়াবেটিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার ও সামজসেবক রবিউল ইসলাম টুয়েল ছাড়াও পুরুস্কার প্রদান উদ্যোক্তা নরসিংদি বিএল এপারেলস লিমিটেডের ডাইং ফিনিশিং ও কোয়ালিটি ম্যানেজার আবু সাঈদ রানা। অনুষ্ঠানটি সঞ্চালন করেন দৈনিক ভোরের কাগজের নাচোল প্রতিনিধি রায়হান মাহমুদ সুইট। আজকের তানোর