বৃহস্পতিবর, ০৫ িসেম্র ২০২৪, সময় : ০১:০৮ am
রাবি প্রতিবেদক : ফলজ গাছ লাগিয়ে বেড়াচ্ছেন রাজশাহীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের এসএসসি-১৯৯২ ব্যাচের বন্ধুরা। তাদের সংগঠন ‘প্রজন্ম ৯২’ এর ব্যানারে বুধবার (৮ সেপ্টেম্বর) থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়।
প্রথমদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারিকেলবাড়িয়া ক্যাম্পাসে কাঁঠাল, কামরাঙ্গা, কাজুবাদাম, লটকনের শতাধিক গাছ রোপণ করেন তারা।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) এই কর্মসূচির অংশ হিসেবে নওহাটা আঞ্জুমানে তৌহিদ দাখিল মাদরাসায় উইন্ড আম, থাই কাঁঠাল, থাই পেয়ারা, নিম, মেহগনি গাছ লাগানো হয়। তিন দিনে মোট ১৮০টি গাছের চারা রোপণ করেছেন তারা।
থাইল্যান্ড থেকে আনা গাছগুলো সরবরাহ করেছেন বিএমডিএর গোদাগাড়ী জোনের সহকারী প্রকৌশলী রফিকুল হাসান, গোদাগাড়ী ও মোহনপুর জোনের সহকারী প্রকৌশলী সানজিদা খানম মলি।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- প্রজন্ম ৯২ এর সভাপতি তৌহিদ উদ্দীন বিদ্যুৎ, সহ-সভাপতি এ এইচ এম রায়হানুজ্জামান রোকন ও কোষাধ্যক্ষ নাজমুল হক কাজল, রাবি অর্থনীতি বিভাগের অধ্যাপক আতিকুল ইসলাম শুভ, তারিকুল ইসলাম রনি ও সোহেল আহম্মেদ পল্লব প্রমুখ।
তাদের বন্ধুদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তৌহিদ উদ্দিন। আজকের তানোর