রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৩০ am

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
তানোরে দুদক কর্মকর্তার পরিচয়ে ফোন, ভূমি কর্মকর্তার ৩০ হাজার টাকা খোয়া

তানোরে দুদক কর্মকর্তার পরিচয়ে ফোন, ভূমি কর্মকর্তার ৩০ হাজার টাকা খোয়া

নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে দূর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তা পরিচয়ে মোবাইলে চাঁদাবাজির ঘটনায় এক ইউনিয়ন ভূমি কর্মকর্তার ৩০ হাজার টাকা খোয়া গেছে। সম্প্রতি গত (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটে। এঘটনায় উপজেলা সদর ভূমি অফিস ছাড়াও ৩টি ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীর মাঝে চরম চাপাক্ষোভ আতঙ্ক বিরাজ করছে।

সংশ্লিষ্ট জানা গেছে, সম্প্রতি গত ৭ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে তানোর উপজেলার কামাগাঁ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তারের মোবাইলে ফোন আসে। এঅবস্থায় ফোনটি রিসিভ করা হলে অপরপ্রান্ত থেকে দুদক কর্মকর্তার পরিচয় দেয়া হয়। পরে ঘুষ গ্রহণের অপরাধে দুদকে সাত্তারের বিরুদ্ধে মামলা হওয়ার প্রক্রিয়া চলছে বলে তাকে জানানো হয়। এছাড়াও বিষয়টি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর স্যার অবগত আছেন এমনটিও বলা হয়।

এতে ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তার ভিতস্থ হয়ে দুদকে তার বিরুদ্ধে মামলা যেন না হয় সে ব্যাপারে তাকে অনুরোধ করেন। এসময় ফোনে কথার চলার এক পর্যায়ে ভূয়া ওই দুদক কর্মকর্তা ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে বিষয়টি সাত্তারের বুঝে উঠতে দেরি হলে ঘুষ গ্রহণের অপরাধে এক্ষুণি দুদকের মামলায় তাকে গ্র্রেফতার করা হবে বলেও চরম ভয়ভীতি দেখান ওই দুদক কর্মকর্তা পরিচয়কারী প্রতারক। এতে ভূমি কর্মকর্তা সাত্তার ভীতস্থ হয়ে ওই দুদক কর্মকর্তার ০১৩১৭-০০৬৯৬৬ নম্বরে ৩০ হাজার টাকা বিকাশে দেন। বর্তমানে নম্বরটি বন্ধ রয়েছে।

শুধু আব্দুস সাত্তারকে নয় একই কায়দায় মুন্ডুমালা ইউনিয়ন ভূমি কর্মকর্তা রবিউল ইসলাম ও তানোর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার পুলক কুমারের নিকট টাকা চেয়ে ফোন দেয়া হয়। তবে, তারাও ভীতস্থ হয়ে এতো টাকা তৎক্ষণাত ম্যানেজ করতে দেরি করেন। এঅবস্থায় প্রতারকের ফোন আসতেই থাকে। এতে তাদের সন্দেহ হলে নিকট আত্নীয় ও উর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। পরে এসিল্যান্ডের দায়িত্বরত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওই নম্বরের সূত্র ধরে থানায় জিডি করার পরামর্শ দেন।

এনিয়ে প্রতারণার শিকার ভুক্তভোগী উপজেলার কামারগাঁ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তার বলেন, ঘটনাটি নিয়ে পরের দিন উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হলে থানায় জিডি করতে বলেছেন। কিন্তু ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি। আগামী সোমবারে ইউএনও স্যারের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এব্যাপারে তানোর এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্বরত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেছেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা ওই প্রতারকে বিকাশে টাকা দেবার পরে আমাকে জানিয়েছেন। পরে ওই নম্বরের সূত্র ধরে থানায় জিডি করার পরামর্শ দেয়া হয়েছে বলে জানান ইউএনও।

এবিষয়ে রাজশাহী দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, এভাবে দুদকের ভূয়া পরিচয় দিয়ে দালাল/ ভূয়া অফিসার/ একটি চক্র রাজশাহীর বিভিন্ন জায়গায় সক্রিয় থেকে দুদকের সুনাম নষ্ট করছেন। অনুরূপ কোন অভিযোগ থাকলে দুদকের হটলাইনে জানানোর জন্য অনুরোধ জানান তিনি। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.