রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১০:০৭ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে প্রবল স্রোতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে চৌমাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীসহ চারজনকে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, বাঘা এলাকার পাট ব্যবসায়ী শিপন আহম্মেদ, দুলাল হোসেন, আকাশ হোসেন, আহসান হোসেন নৌকা নিয়ে চৌমাদিয়া চরে পাট কিনতে যাচ্ছিলেন। এ সময় তারা পদ্মার মাঝামাঝি স্থানে পৌঁছালে প্রবল স্রোতের কবলে পড়েন। একপর্যায়ে তাদের নৌকাডুবে যায়। পরে নদীতে থাকা স্থানীয় মাঝিরা তাদের উদ্ধার করেন।
দুর্ঘটনার শিকার নৌকার মাঝি আহসান হোসেন জানান, চৌমাদিয়া চরে তিন যাত্রীকে নিয়ে যাচ্ছিলাম। এ সময় নদীতে প্রবল স্রোতে নিয়ন্ত্রণ করতে না পারলে নৌকাটি উল্টে যায়। তবে আমরা সবাই প্রাণে বেঁচে যাই।
এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল আযম বলেন, নৌকায় করে পাট কিনতে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এতে মাঝিসহ চারজনকে উদ্ধার করা হয়েছে। আজকের তানোর