শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৪৩ am
ইমরান হোসাইন :
চলতি বছরের আগামী ৩০ জানুয়ারী রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভা নির্বাচন। এই নির্বাচন সামনে রেখে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা এখন ভোটারের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট প্রার্থনা করতে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে মেয়র প্রার্থীরা নিজের দলের নেতাকর্মী নিয়ে দল বেঁধে প্রচারণা চালাচ্ছেন।
প্রচারণার দিক থেকে আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন আমীন (নৌকা) এগিয়ে রয়েছেন। আজ (২২ জানুয়ারী) শুক্রবার ছুটির দিন হলেও প্রতিদিনের ন্যায় আজও বেলা ১১টার দিকে নৌকার পক্ষে প্রচারে নামেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি জননেতা লুৎফর হায়দার রশিদ ময়না। তিনি পৌর এলাকার আদিবাসী ভোটারদের সাথে পাঁচন্দর ইউপি ভবনে মিলিত হয়ে নির্বাচনী সমাবেশে নৌকায় ভোট প্রার্থনা করেন। পরে শতাধিক নেতাকর্মী সঙ্গে নিয়ে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে নৌকার পক্ষে গণসংযোগে অন্যরকম প্রচারণা চালান।
এসময় তার সঙ্গে ছিলেন, পাঁচন্দর ইউপি চেয়াম্যান ও আ’লীগ সভাপতি আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, গোদাগাড়ী উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল সরকার, তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক যুবায়ের ইসলামসহ আওয়ামী লীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী।
এরআগে বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন আমীন (নৌকা) পৌর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। অপরদিকে, বিএনপি মনোনীত প্রার্থী ফিরোজ কবির ধানের শীষ প্রতীকে ও সম্প্রতি আ’লীগের বহিস্কৃত স্বতন্ত্র মেয়র প্রার্থী সাইদুর রহমান জগ প্রতীকে বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছেন।