রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৩০ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে বেসরকারি এনজিও শাপলার উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচীর চেক প্রদান করা হয়েছে। উপজেলার কামারগাঁ ইউনিয়ন এলাকায় ২০১৯-২০ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ছাড়াও বিশেষ সঞ্চয়ী সদস্য (প্রতিবন্ধীদের) মাঝে ব্যাংক চেক প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আজ (৬ সেপ্টেম্বর) সোমবার দুপুরের দিকে কামারগাঁ ইউনিয়ন পরিষদ হলরুমে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার আয়োজনে ও পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য শেষে ব্যাংক চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান।
কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাপলা গ্রাম উন্নয়নের নির্বাহী প্রতিষ্ঠাতা পরিচালক মোহসিন আলী, উপজেলা শিক্ষা অফিসার সানাউল্লাহ, শাপলা এনজিওর সমৃদ্ধি কর্মসূচী সমন্বয়কারী আলিনুর হোসেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন উন্নয়ন কর্মকর্তা সুমন।
এসময় ইউনিয়ন এলাকার ২০ জন মেধাবী দরিদ্র শিক্ষার্থীর প্রত্যেককে ১২ হাজার টাকার ব্যাংক চেক প্রদান করা হয়। এছাড়াও ৫ জন প্রতিবন্ধীকে ৮৩ হাজার ৭৪২ টাকা ও ১ জনকে চার্জার ভ্যান, বকনা গরুর বাছুর আর ভেড়াসহ হাঁস-মুরগী প্রদান করা হয়। এতে এনজিওর কর্মকর্তা-কর্মচারী ও এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন। আজকের তানোর