বৃহস্পতিবর, ০৫ িসেম্র ২০২৪, সময় : ১২:৫২ am
নিজস্ব প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা আগমনের প্রতিবাদে বিক্ষোভে পুলিশ পেটানোর অভিযোগে গ্রেফতার হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ও ছাত্র অধিকার পরিষদ নেতা মাজহার জামিনে মুক্তি পেয়েছেন।
রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি লাভ করেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৫ মার্চ নরেন্দ্র মোদীর ঢাকা আগমনের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে ছাত্র অধিকার পরিষদের নেতাদের ধস্তাধস্তি হয়। এ ঘটনায় ছাত্র অধিকার পরিষদের নেতা রাশেদ খান, ফারুক হাসানসহ ৫১ জনকে আসামি করে মামলা করা হয়।
গত ২৮ মার্চ ছাত্র অধিকার পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে সিলেটের জালালপুর বাজার থেকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। আজকের তানোর