শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১০:২৭ pm
ডেস্ক রির্পোট : ওয়ালটন-বাংলাদেশ ফটোজার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) ক্রীড়া উৎসব শুরু হচ্ছে ১০ সেপ্টেম্বর। ফুটবল, দৌড়, ম্যারাথন (সিনিয়র), দাবা, ক্যারাম, এয়ারগান শুটিং, লুডু (মহিলা) ডিসিপ্লিন থাকছে এবারের ক্রীড়া উৎসবে। গেমস উপলক্ষে বিপিজেএ’র নিজস্ব কার্যালয়ের মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘ক্রীড়া উৎসবের এ বছরের গুরুত্ব অন্যান্য বছরের থেকেও অধিকতর গুরুত্ব বহন করে। কারণ এ বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হচ্ছে।’ সাধারণ সম্পাদক কাজল হাজরা তার বক্তব্যে বলেন, ‘করোনা মহামারির কারণে আমরা যথাসময়ে ক্রীড়া অনুষ্ঠান উদযাপন করতে পারিনি। প্রতি বছরের ন্যায় এবারও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আমরা সংগঠনের বার্ষিক ক্রীড়া উৎসব করতে যাচ্ছি।’
পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের অতিরিক্ত নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) পরবর্তীতে সদস্যদের পরিবারের প্রতিযোগিতায় অংশ গ্রহণের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন। সিনিয়র সদস্যদের যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন না তাদের জন্যও পুরষ্কারের ব্যবস্থার কথা বলেন।
রাজধানীর পল্টনস্থ বাংলাদেশ ফটোজার্নালিস্টস এসোসিয়েশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ক্রীড়া উদযাপন উপ-কমিটির আহবায়ক রফিক উদ্দিন এনায়েত। আজকের তানোর