রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৩৭ am
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউপির আজিজপুর এলাকার প্রভাবশালী হাজী ফয়েজ উদ্দিন দিগরের লাঠির জোরে গ্রামের চলমান যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ হয়ে গেছে। এ কারণে ওই গ্রামের ১০টি পরিবার মানবেতর জীবনযাপন করছেন। বিএনপি মতাদর্শি হাজী ফয়েজ উদ্দিন এই অমানবিক ঘটনা ঘটিয়েছেন। এঘটনায় গ্রামবাসীর মধ্যে চাপাক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, আজিজপুর গ্রামে যাতায়াতের জন্য বহুকাল পূর্বে থেকেই গ্রামের মানুষ এই রাস্তা ব্যবহার করে আসছেন। কিন্তু আজিজপুর গ্রামের মৃত গাজীব উদ্দিনের ছেলে হাজী ফয়েজ উদ্দিন দিগর প্রায় এক মাস আগে কাঁটা তাঁরের বেড়া দিয়ে ঘিরে রাস্তাটি বন্ধ করে দেন। এতে গ্রামের অসহায় ১০টি পরিবার প্রায় একমাস ধরে অবরুদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছে।
এনিয়ে আজিজপুর গ্রামের বাসিন্দা মকছেদ আলী (৫৫), গোলাম রাব্বানী (৩৫) ও মুনসুর আলী (৪০) বলেন, তারা চার্জার অটো চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু বাড়ি যাবার রাস্তা বন্ধ করে দেয়ার কারণে তারা অটো চার্জ করতে না পেরে বাধ্য হয়ে অটো বিক্রি করে এখন তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
অপরদিকে, ওই রাস্তা বন্ধ করে দেয়ায় গ্রামে অবস্থিত ‘জামিয়া সালাফিয়া মহিলা হাফিজিয়া মাদরাসা’র নির্মাণ বন্ধ হয়ে গেছে।
এব্যাপারে কলমা ইউপি’র ৯ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) তরিকুল ইসলাম বলেন, রাস্তা বন্ধ করা ঠিক হয় নাই। এটা চরম অমানবিক কাজ। তিনি ওই চলমান রাস্তাটি খুলে দেবার জন্য হাজী ফয়েজ উদ্দিন দিগরকে অনুরোধ জানিয়েছেন বলে জানান এই জনপ্রতিনিধি তরিকুল ইসলাম।
এবিষয়ে জানতে চাইলে হাজি ফয়েজ উদ্দিন বলেন, তাদের জমার জায়গা দিয়ে যাতায়াতের রাস্তা ছিল। এখন জায়গার প্রয়োজন তাই তারা রাস্তা বন্ধ করে দিয়েছেন। গ্রামের মানুষের জন্য তো তারা নিজের জায়গা তো ছেড়ে দিতে পারেন না বলে এড়িয়ে যান তিনি। আজকের তানোর