রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৪২ pm
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান।
এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি দুজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
মৃত পাঁচজনের মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন এবং নওগাঁর একজন রোগী রয়েছেন। এর আগে গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৪০৫ জন।
এ ছাড়া আগস্ট মাসে মৃতের সংখ্যা ছিল ৩৫৪ জন।
শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ১৪০ জন। আজকের তানোর