রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিস আকস্মিক পরিদর্শনে হাজির হন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মোঃ হুমায়ুন কবীর। এসময়ে তাঁর সঙ্গে ছিলেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আব্দুল জলিল। পূর্বঘোষণা ছাড়াই মঙ্গলবার বিকেলে তানোর উপজেলা ভূমি অফিসে হাজির হয়ে সেবাগ্রহীতাদের সেবার মান সম্পর্কে অবহিত হন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার উপস্থিত ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, ‘হয়রানি যাতে না হয় সেভাবে কাজ করতে হবে। দুর্নীতির ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স। আমরা নিজেরাও চাই জনগণ যাতে সেবা নিতে গিয়ে হয়রানির শিকার না হয়।’ ‘হয়রানি ও দুর্নীতি এখানে থাকতে পারবে না। কর্মকর্তা-কর্মচারীদের মাইন্ড সেটআপ ও কাজের ধরন পাল্টাতে হবে’, যোগ করেন ড. মোঃ হুমায়ুন কবীর। এছাড়াও আকস্মিক পরির্দশন এভাবে চলতে থাকবে বলেও জানান তিনি।
এ সময় তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তানোর ভূমি অফিস প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর ও জেলা প্রশাসক আব্দুল জলিল।
এছাড়াও একইদিন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, তানোর পৌরসভা তহসীল অফিস ও বাঁধাইড় ইউনিয়নে আকস্মিক পরিদর্শন করেন তাঁরা। আজকের তানোর