রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:০৩ am

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
যে তিন কারণে বিশ্বকাপ খেলবেন না তামিম

যে তিন কারণে বিশ্বকাপ খেলবেন না তামিম

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তিনি। দলের ব্যাটিং লাইনআপের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানও। সেই তামিম ইকবালই কিনা আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরিয়ে নিলেন নিজেকে! কেন আচমকা এই সিদ্ধান্ত?

দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সময় আর বাকি নেই দুই মাসও। এমনই এক সময়ে এল এই সিদ্ধান্ত। ক্যারিয়ারের শুরুতে মারকাটারি ব্যাটিং দিয়ে নজরে আসা তামিম ইকবাল শেষ কিছু দিনে নিয়মিত ছিলেন না টি-টোয়েন্টি দলে। সবশেষ টি-টোয়েন্টিটা যখন খেলেছেন তখনো করোনার থাবায় থমকে যায়নি বাংলাদেশ ক্রিকেট। এরপর করোনাকালের স্থবিরতা কাটিয়ে বাংলাদেশ ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেটে, টি-টোয়েন্টি অঙ্গনে। কিন্তু তামিমকে দেখা যায়নি কুড়ি ওভারের ফরম্যাটে।

এই দেড় বছরে যে অনভ্যস্ততা তৈরি হয়েছে, সেটা তামিমের বিশ্বকাপ দলে না থাকার প্রথম কারণ। তামিম তার ভিডিওবার্তাতে বললেন, ‘সবচেয়ে বড় কারণ বেশ কিছুদিন ধরে আমি এই ফরম্যাটটা খেলছি না।’

শেষ এক-দেড় বছরে টি-টোয়েন্টিতে তার অনুপস্থিতির বড় কারণ চোট। সেটা নিয়ামক হিসেবে কাজ করেছে এখানেও। তবে তিনি জানালেন, সেটা বড় কারণ নয়। কারণ সেপ্টেম্বরেই পুনর্বাসন শেষে ফেরার কথা আছে তার, ‘দ্বিতীয়ত ইনজুরি। কিন্তু আমার মনে হয় না ইনজুরি এতো বড় সমস্যা। আমি আশা করি যে ওয়ার্ল্ড কাপের আগে ঠিক হয়ে যাবে।’

সেটা যদি না হয়, তাহলে কী কারণে দল থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম? বাংলাদেশ ওপেনার জানালেন, তার অনুপস্থিতিতে যে যারা জায়গা পেয়েছেন দলে, দীর্ঘ দিন খেলার পর তাদের প্রতি অন্যায্য আচরণ হয়ে যেত সেটা। বললেন, ‘কিন্তু যে জিনিসটা আমার কাছে প্রধান মনে হয়, এই সিদ্ধান্ত নিতে যে ব্যাপারটা বড় ভূমিকা রেখেছে সেটি হলো- যেহেতু আমি সর্বশেষ ১৫-১৬টা টি-টোয়েন্টি খেলি নাই, এই সময়টাতে আমার জায়গায় যারা খেলছিল, আমার মনে হয় না এটা ফেয়ার হবে তাদের প্রতি। যদি আমি হঠাৎ করে এসে তাদের জায়গাটা আমি নিয়ে নেই, সেটা ন্যায্য হবে না।’

এই তিনের মিশেলেই এসেছে এই সিদ্ধান্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.