শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০২:৪৪ pm
ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতির কারণে আপত্তি জানিয়েছে গ্রুপের বাকি দুই দল ইরান ও জর্ডান। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাই এশিয়ান কাপের বাছাইয়ের ‘জি’ গ্রুপের ম্যাচগুলো বাংলাদেশ থেকে সরিয়ে নিরপেক্ষ ভেন্যুতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ‘জি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান ও ইরান।
আগামী ১৫ সেপ্টেম্বরে শুরু হয়ে বাছাই শেষ হবে ২৫ সেপ্টেম্বর। আগের সিদ্ধান্ত অনুযায়ী সিলেটে হওয়ার কথা ছিল ‘জি’ গ্রুপের ম্যাচগুলো। ২৮টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে বাছাইয়ে খেলবে। ভেন্যু সরে যাওয়ার কথা নিশ্চিত করেছেন বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। “আমাদের কোভিড-১৯ পরিস্থিতির কথা সবারই জানা। ইরান ও জর্ডান এই পরিস্থিতিতে আসতে চাইছে না এবং তারা বিষয়টি এএফসিকে জানিয়েছিল। এএফসি ভেন্যু সরিয়ে নেওয়ার কথা আমাদের জানিয়েছে।”
“ভেন্যু সরে যাওয়ার আরও একটি কারণ সিলেট ভেন্যু। সেখানকার সুযোগ-সুবিধা আন্তর্জাতিক মানের নয়। এই সমস্যার সঙ্গে যোগ হয়েছে কোভিড-১৯ পরিস্থিতি। এ কারণে ইরান ও জর্ডান কোনোভাবেই আসতে রাজি নয়।” ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপান, গতবারের রানার্সআপ অস্ট্রেলিয়া, তৃতীয় স্থান পাওয়া চীন এবং প্রতিযোগিতার আয়োজক ভারত সরাসরি এই আসরে খেলবে। আগামী ২০ জানুয়ারি ভারতে এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে। ২০১৪ সালে সর্বশেষ বাছাইয়ে খেলেছিল বাংলাদেশ। ২০১৮ সালে অংশ নেয়নি। সাত বছর আগে দেশের মাটিতে অভিজ্ঞতা অবশ্য মোটেও সুখের ছিল না দলের।
সেবার থাইল্যান্ডের বিপক্ষে ৯-০, ইরানের বিপক্ষে ২-০ এবং ফিলিপাইনের কাছে ৪-০ গোলে হেরে গ্রুপের তলানিতে ছিল বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে জর্ডান ৫৯তম এবং ৭০তম স্থানে আছে ইরান। বাংলাদেশের অবস্থান ১৩৭তম। বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন জানালেন নিজেদের মাঠে খেলতে না পারার হতাশা। “নিজেদের মাঠে খেলতে পারলে ভালো হত। মেয়েরা আরও উদ্দীপ্ত থাকত। কিন্তু এখন তো আর কিছু করার নেই। আমাদের দেশের করোনাভাইরাস পরিস্থিতি ভালো নয়। সূত্র : এফএনএস