শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৫২ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
করোনা মোকাবেলায় বংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশক্রমে রাজশাহীর তানোরে বেশ কয়েক এলাকায় ধানকাটা আদিবাসী নারী-পুরুষ শ্রমিকদের মাঝে সার্জিক্যাল মাস্ক ও সাবান প্রদান করা হয়েছে। আজ (২৮ এপ্রিল) বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে শ্রমিকদের মাঝে এসব মাস্ক বিতরণ করেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়লা।
এছাড়াও তিনি নিজ উদ্যোগে বেশ কয়েকশ পথচারীর মাঝে সার্জিক্যাল মাস্ক ও সাবান প্রদান করেছেন। এসময় শ্রমিকদের চোখে মুখে হাসি ও তৃপ্তির ঝিলিক দেখা গেছে। এতে তাঁরা বেশ আনন্দিত হন।
শ্রমিকরা বলেন, চেয়ারম্যান ময়না তাদের যে অবস্থায় দেখতে পান সাহায্য আর সহায়তার হাত বড়িয়ে দেন। করোনাকালে তারা ধানের বোঝা বহন করে ঘামা ও দুর্গন্ধ শরীরে থাকলেও তিনি গাড়ি থামিয়ে মাস্ক ও সাবান প্রদান করেছেন। তাঁর এ উদারতা ও সহমর্মিতা কখনো ভুলবো না। সৃষ্টিকর্তা যেন তাঁর সারাজীবনের আশা-আকাংখা পূর্ণ করে দেন আমরা সবসময় এ প্রার্থনা করি। আজকের তানোর