শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১০:১৪ pm
মোস্তফা কামাল (নিজস্ব) প্রতিবেদক) মোহনপুর :
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় বসবাসকারী দুস্থ্য ও ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণতহবিলের ভিজিএফ ও জিআর প্রকল্পের চাল বিতরণ করা হয়েছে। আজ রোববার সকালে এসব চাল স্বহস্তে বিতরণ করেন পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ। এসময় ৩০৮১ জন ভিজিএফ ভাতাভোগি এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০০ জন জিআর প্রকল্পের সুবিধাভোগির প্রতিজনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, চাল বিতরণ কার্যক্রমে নিযুক্ত ট্যাগ অফিসার ও মোহনপুর উপজেলা যুবউন্নয়ন অফিসার রোকনুজ্জামান তালুকদার, কেশরহাট পৌরসভার প্যানেল মেয়র-১ নজরুল ইসলাম, কাউন্সিলর হাফিজুর রহমান বকুল, কাউন্সিলর আবদুস সাত্তার মন্ডল ও কাউন্সিলর কফিল উদ্দিন।
এছাড়াও কাউন্সিলর আবদুল হাফিজ, নারী কাউন্সিলর ঝরনা বেগম, নাসিমা বেগম, সেলিনা বানুসহ পৌরসভার লাইসেন্স পরিদর্শক রোকমতজামান টিটু, আনসার সদস্য মুঞ্জরুল ইসলামসহ সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। তা/অ