রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:৫১ am
মোস্তফা কামাল (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর :
আগামী ৮ জুন কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন। এ নির্বাচনে সভাপতি পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে শেষ মহূর্তের প্রচারণার শীর্ষে রয়েছেন সভাপতি পদপ্রার্থী ও কেশরহাট পৌরসভার বর্তমান কাউন্সিলর সাবের আলী।
সাবের আলী তার ব্যক্তিত্বের মানদন্ড রক্ষায় নির্বাচনে বিজয় অর্জনে প্রচারণায় মরিয়া হয়ে উঠেছেন। এজন্য তিনি নিয়োমিত ভাবে ভোটরদের দারস্থ হয়ে ভোট প্রার্থনা অব্যাহত রেখেছেন। বণিক সমিতির ভোটে নির্বাচিত হলে বাজারের ব্যবসায়িদের সঙ্গে নিয়ে সব সমস্যা সমাধানে কাজ হবে বলে বণিক সমিতির নির্বাচনী প্রস্তুতি সভায় বক্তব্য দেন তিনি।
সাংবাদিকদের প্রশের উত্তরে তিনি আরো বলেন কেশরহাট এ অঞ্চলের একটি বৃহত্তম হাট। এ হাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। এ বাজার থেকে বিলুপ্ত হওয়া প্রসিদ্ধ পান এবং গরুর হাট পুনরাই চালুর ব্যবস্থা করা হবে। এছাড়াও ব্যবসায়িদের সুবিধার্থে সকল পট্টি সংরক্ষণের প্রতিশ্রƒতি দেন তিনি।
অন্যদিকে সভাপতি পদের অপর দুই পদপ্রার্থী সাদ আক্কাস এবং বাবুল হোসেন প্রচারণা চালিয়ে আসছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রা/অ