রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:০৫ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সারাদেশের ন্যায় ভূমিসেবা সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। ২২ মে সোমবার নাচোল উপজেলা ভূমি অফিসের আয়োজনে, উপজেলা ভূমি অফিস চত্বরে “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে (২২ মে থেকে ২৮ মে) পর্যন্ত ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম এর উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস।
এ উপলক্ষে সেবাবুথ স্থাপন করা হয়েছে। সেবাবুথে অগ্রাধিকার ভিত্তিতে ভূমিসেবা বিষয়ে অবহিত করা এবং পরামর্শ সেবা দেওয়া হবে।
সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস বলেন, ই -নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডাকযোগে সার্টিফাইড খতিয়ান ও ম্যাপ এবং ১৬১২২ নম্বর কল সেন্টারের মাধ্যমে ভূমি সেবা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবার।
তিনি আরো বলেন, ভূমিসেবা বিষয়ে যে কোন সমস্যা ও পরামর্শের জন্য দালালের খপ্পরে না পড়ে নিজে অফিসে যোগাযোগ করার অনুরোধ করেন। এছাড়া উপজেলার্যায়ে যে সব ভূমিসেবা প্রদানে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে, সেগুলো হচ্ছে ই – নামজারি, আবেদন গ্রহণ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির কাবুলিয়াত ও দলিল হস্তান্তর, অনলাইনে ডিসিআর ও খতিয়ান ইত্যাদি সেবাসমূহ প্রদানের ব্যবস্থা করা।
মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণ শুনানি, আপত্তি/ আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ করা। মাঠপর্চা, রেকর্ড হস্তান্তর সহ বিবিধ সেবা দেওয়া। এছাড়া ই – নামজারি অনলাইন ভূমি উন্নয়ন, খতিয়ান ও মৌজা ম্যাপ বিষয়ে অবহিতকরণ ও গণসচেতনতা কর্মসূচি বিভিন্ন জিজ্ঞাসার জবাব সরাসরি উত্তর প্রদানের জন্য সেবা বুথে কর্মকর্তা নিয়োজিত থাকবেন।
অপরদিকে ইউনিয়ন পর্যায়ে যেসব ভূমিসেবা প্রদানে বিশেষ গুরুত্তারোপ করা হয়েছে, সেগুলো হচ্ছে ই – নামজারি এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর বিশেষত্ব ক্যাশলেখ ভূমি উন্নয়ন কর প্রদান বিষয়ে অভিহিতকরণ ও প্রচার। রা/অ