রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:২০ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত ৬টি দুরারোগ্য রোগী ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজ, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১৬ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ ১৫ মে সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সমাজসেবা কর্মকর্তার উপস্থিতিতে এসব চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমোনা শারমীন।
তিনি বলেন, বর্তমান সরকার ২০১৩-২০১৪ অর্থবছর হতে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি শুরু করেছেন। ৩টি হতে বৃদ্ধি করে বর্তমানে দুরারোগ্য ৬টি ব্যাধিতে আক্রান্ত অসহায় রোগীদের কাছে দ্রুত আর্থিক সহায়তা দিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সেবাটি সহজীকরণের উদ্যোগ নেই।
তিনি আরো বলেন, বিশ্বে প্রতি বছর যে সব কারণে সর্বাধিক প্রাণহানি ঘটে তার মধ্যে ক্যান্সার অন্যতম। বাংলাদেশে প্রতিবছর অসংখ্য মানুষ ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজ ও থ্যালাসেমিয়ার মতো জটিল ছাড়াও দুরারোগ্য রোগে আক্রান্ত হচ্ছেন।
বহু মানুষ চিকিৎসার ক্ষেত্রে অসমর্থ হন এবং আর্থিকভাবে দুর্বল হয়ে অনেক পরিবারই সর্বস্বান্ত হয়ে পড়ে। এ লক্ষ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ধীন সমাজসেবা অধিদপ্তর “হাসপাতাল সমাজসেবা কার্যক্রম” এর মাধ্যমে দুস্থ ও অসহায় রোগীদের আর্থিক সহায়তা প্রদান করে থাকেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল বাস্তবায়নে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে বিশ্বে সুমহান নিভৃত জাতি গঠনমূলক এসব কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন। রা/অ