শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১১:৫৩ pm
নিজস্ব প্রতিবেদক, নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকার পাইলট স্কুলপাড়ার নজরুল ইসলামের ক্রয়কৃত ও দীর্ঘদিনের ভোগদখলীয় জমির ২০টি ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ উঠেছে প্রতিবেশি ‘রেজা কোচিং একাডেমীর’ পরিচালক শাকিল রেজার বিরুদ্ধে।
অভিযোগে জানা গেছে, আজ (৪ এপ্রিল) মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে শাকিল রেজা তার কোচিংয়ের ১০/১২জন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বেড়ার ভেতরে অনাধিকার প্রবেশ করে গাছগুলো কেটে ফেলে ও গালাগালি করতে থাকে।
তিনি বলেন, আমি সাজেমান বিশ্বাসের বড় ছেলে মজনু আহমেদ তার পিতার মৃত্যুর পরে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হইয়া মজনু আহমেদ আমার নিকট তার অংশ বিক্রয় করে। আমি উক্ত জমি ক্রয় করে দির্ঘদিন যাবৎ ভোগদখল করে আসছি।
তিনি আরও বলেন, এমতাবস্থায় আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে হঠাৎ মজনু আহমেদ এর ভাই সাইফুল ইসলামের নির্দেশে তার ছেলে শাকিল রেজা তার রেজা কোচিং সেন্টারে’র ১০/১২জন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমার লাগানো বাগানের গাছ কেটে বিপুল অঙ্কের টাকা খতিগ্রস্থ করে।
এব্যাপারে সুষ্ঠ প্রতিকার চেয়ে নাচোল থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি বলে জানান নজরুল ইসলাম। তা/অ