শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ৭ হাজার ৩৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রবি ২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ৮ প্রকার ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৪ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে পরিষদ চত্বরে উপজেলার ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়নের সুবিধাভোগী ৭ হাজার ৩৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রবি ২০২১-২২ মৌসুমের প্রণোদনা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার বুলবুল আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নুর, উপসহকারি কৃষি অফিসার আবুল কালাম আজাদ ও রাকিবুল হাসান ।
উপজেলা কৃষি অফিসার বুলবুল আহমেদ বলেন, প্রতি জন কৃষক প্রতি বিঘার জন্য ১০ কেজি গম বীজ এর সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ২ কেজি ভুট্টা বীজের সাথে ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ১ কেজি সরিষা বিজের সাথে ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি, ১০ কেজি চীনাবাদাম বীজের সাথে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি, ৫ কেজি মুগবীজের সাথে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি, ৫ কেজি মুগবীজের সাথে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি এবং ৮ কেজি খেসারি বীজের সাথে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রণোদনার লক্ষ্যমাত্রা অনুযায়ী ব্লক বিভাজন করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের অগ্রাধিকার তালিকা প্রণয়ন করা হয়েছে । এছাড়া কৃষক নির্বাচনের ক্ষেত্রে নির্বাচিত কৃষকের মোবাইল নং কৃষি কার্ড ও এনআইডি নম্বর তালিকাভুক্ত করা হয়। আজকের তানোর