রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৩০ am
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর এলাকা থেকে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা।
সোমবার সকালে চালানো এই অভিযানে ৫০ গ্রাম হেরোইনসহ আটক হয়, আলীনগরের মোঃ জাহাঙ্গীর আলম (৩৫) ও মোঃ আমির আলী (২৮)। এসময় মাদক বিক্রির ১০ হাজার টাকাও উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে জানান, ৪ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পৌর এলাকার আলীনগর থেকে ৫০ গ্রাম হেরোইন ও মাদকদ্রব্য বিক্রির ১০ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ আমির আলীকে হাতেনাতে গ্রেফতার করে। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাল্য বিয়ে দেয়ার অপরাধে ছেলের অভিভাবক (মা’কে) ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার সন্ধ্যায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির। তিনি জানান, ওই গ্রামের লিটন ও শামসুন্নাহার দম্পতি তাদের ছেলের সাথে ৯ম শ্রেনী পড়ুয়া এক স্কুল ছাত্রীর প্রায় ২ মাস আগে বিয়ে দেন। সোমবার বৌভাত অনুষ্ঠান ছিল।
এলাকাবাসী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পালকে বিষয়টি অবহিত করলে এ পদক্ষেপ গ্রহণ করা হয়। আজকের তানোর