শহিদুুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খোলসী গ্রামে অভিযান চালিয়ে ৮ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ এবং সেই সাথে বরের ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও মেয়ের নানাকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহমেদ।
শুক্রবার ১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে মেয়ের নানা খোলসী গ্রামের আব্দুস সালামের বাড়িতে এ ঘটনা ঘটে।
একই উপজেলার নাচোল সদর ইউনিয়নের পূর্বমির্জাপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে আসাদুজ্জামান (২৭) এর সাথে মেয়ের নানা খোলসী গ্রামের আব্দুস সালামের বাড়িতে গোপনে বিয়ের আয়োজন করা হয় । এ খবর পেয়ে সেখানে পুলিশ ও ইউপি সদস্য নিয়ে অভিযান চালিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহমেদ।
তিনি বাল্যবিবাহ নিরোধ আইন এর ধারায় অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর নানা আবদুস সালামকে ১০ হাজার টাকা জরিমানা এবং বর আসাদুজ্জামানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ।
পাশাপাশি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মেয়ের বিয়ে দেওয়া হবে না এ মর্মে মুচলেকা আদায় করা হয়েছে। এছাড়া বিষয়টি নজরে রাখতে ইউপি চেয়ারম্যান এবং ওয়ার্ড সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান ইউএনও। আজকের তানোর