শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুকপুনর্বাসন কর্মসূচির আওতায় ৭ জনের মাঝে বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে। এরমধ্যে রয়েছে ৩ জনের প্রত্যেককে ১টি করে মুদিখানার মালামালসহ টিনসেড দোকানঘর ও ৪ জনের প্রত্যেককে ১টি করে ভ্যানগাড়ী।
আজ মঙ্গলবার ৩১ আগস্ট বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুকদের মাঝে এসব উপকরণ তুলে দেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম, নাচোল পৌরমেয়র আব্দুর রশিদ ঝালুখান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম, সমাজসেবা অফিসার আল গালিব, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, সাদির আহমেদ (ভুলু) ও আমিনুল হক।
জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির মূল লক্ষ্য হলো ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে পুনর্বাসন ও প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। পরোক্ষভাবে ভিক্ষুকদের পরিবারকে সহায়তা প্রদান এবং সর্বোপরি সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সাধন ।
তিনি আরো বলেন, দেশে দারিদ্র্য নিরসনে সরকারের অঙ্গীকার বাস্তবায়নে এবং ভিক্ষাবৃত্তির মত অমর্যাদাকর পেশা থেকে মানুষকে নিবৃত্ত করার লক্ষ্যে ভিক্ষাবৃত্তির নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য সরকার রাজস্ব খাতের অর্থায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি ২০১০ সালে শুরু হয়।
বর্তমান জনবান্ধব সরকার ভিক্ষাবৃত্তির মত সামাজিক ব্যাধি চিরতরে নির্মল এর বিষয় অত্যন্ত আন্তরিক। বিষয়টি বিবেচনায় এনে ২০১৭-১৮ অর্থবছরে দেশের ৫৮ টি জেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের নিমিত্তে অর্থ প্রেরণ করেন । এছাড়া ২০২১ অর্থ বছর পর্যন্ত অর্থ বরাদ্দ করা হয়েছে । আজকের তানোর