রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:৪১ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা দাবা সমিতির আয়োজনের ও জেলা পুলিশের আর্থিক সহযোগিতায় আগামী ২৮ আগষ্ট মুজিব শতবর্ষ রাজশাহী জেলা রেটিং দাবা লীঘ শুরু হবে।
মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে গত বৃহস্পতিবার রাট ৮ টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দাবা খেলোয়াড়া ও ক্লাব কর্মকর্তগনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ইফতেখায়ের আলম।
এর আগে তিনি বলেন, এই বছরটি আমরা মুজিব শতবর্ষ পালন করছি ও বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিক পালন করছি । এর ফলে বিভিন্ন প্রোগ্রাম হাতে থাকায় খেলাটি আগে শুরু করার কথা থাকলেই আমাদের এই মাসের শেষ দিকে শুরু করতে হচ্ছে।
এছাড়াও স্বাগত বক্তব্য দেন রাজশাহী জেলা দাবা সমিতির আহবায়ক শেখ মনিরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী সংস্থার বিভিন্ন ত্রুটি বিচ্চুতিগুলি তুলে ধরেন।
এ সময় অতিরিক্ত সাধারন সম্পাদক মোঃ শামসুজ্জামান রতন, জেলা দাবা সমিতির সদস্য সচিব মোঃ কাওসার আলী ইতি সহ ক্লাব প্রতিনিধি ও খেলোয়াড়গন উপস্থিত ছিলেন। আজকের তানোর