বুধবা, ১১ িসেম্র ২০২৪, সময় : ০৯:২৬ pm
জাকির হোসেন বাবলু, দুর্গাপুর :
রাজশাহীর দুর্গাপুরে সাংবাদিক জীবন আলি সবুজ এর উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক আশিকুজ্জামান রাসেলের বিরুদ্ধে। সোমবার সকালের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ হামলার ঘটনা ঘটে।
আহত সাংবাদিক কোরবান আলী সবুজ বলেন, সকালে হাসপাতালের ৩ নম্বর কক্ষে রোগী ভিজিট করছিলেন চিকিৎসক আশিকুজ্জামান রাসেল। এসময় দৈনিক দেশ বুলেটিন পত্রিকার ও দৈনিক উপচার পত্রিকার ক্রাইম রিপোর্টার সাংবাদিক মনিরুল ইসলাম টিকেট কেটে তাকে দেখাতে গেলে ডাক্তারের ব্যক্তিগত নিয়োগকৃত দালাল মোসলেম আলী তাকে ধাক্কা দিয়ে বের করে দেন।
এসময় ঘটনাস্থলে উপস্থিত হোন সাংবাদিক কোরবান। পরে তিনি মোসলেম আলীর পরিচয় জানতে চাইলে তার উপর চওড়া হোন মোসলেম আলি। এরপর তাঁর ভিডিও ধারণ করতে শুরু করলে উপস্থিত ডাক্তার দালাল মোসলেমের পক্ষ নিয়ে তার চেয়ার থেকে উঠে এসে সাংবাদিক জীবন আলী সবুজ এর উপর হামলা চালিয়ে ক্যামেরা কেড়ে নেয় এবং তাকে শারিরীরভাবে লাঞ্চিত করেন। এঘটনার পরে ডা. আতিকুজ্জামান রাসেল টিএইচওর অফিস কক্ষে আবারও অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এবিষয়ে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিনকে তাৎক্ষনিক অভিযোগ করলে তিনি বলেন, ডা. আশিকুজ্জামান রাসেল আমার বন্ধু হয়। আমি বিষয়টি দেখছি।
এব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদাকে জানালে তিনি বিষয়টি ইউএনও মহোদয়কে মোবাইন ফোনে জানানো হয়েছে। এব্যাপারে ইউএনও মহোদয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকতা সাবরিনা শারমিন বলেন, বিষয়টি ওসি সাহেব আমাকে অবগত করেছেন। আমি আগামীকাল নিজে তদন্ত করে ব্যবস্থা নিব।
এবিষয়ে সিভিল সার্জেন আবু সাইদ মোহাম্মাদ ফারুক বলেন, আমি বিষয়টি নিয়ে অবগত হয়েছি। অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। রা/অ