বুধবা, ১১ িসেম্র ২০২৪, সময় : ০৯:১৬ pm
আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের বাগমারার ঝিকরা ইউনিয়নে ৫১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের বাগমারা উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের স্বাক্ষরিত দলীয় প্যাডে গতকাল বুধবার এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে মোমিননুল ইসলাম পাভেল সভাপতি, ইয়াদুল ইসলাম সাধারণ সম্পাদক ও জাকিরুল ইসলাম সুমনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ঝিকরা ইউনিয়ন কমিটি গঠন করা হয়। এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, তারেক জিয়ার প্রজন্ম দলের জেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, গোবিন্দপাড়া ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান, বড়বিহানালী ইউপির চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, ঝিকরা ইউপির সাবেক চেয়ারম্যান সাইদুজ্জামান রতন ও কাচারী কোয়ালীপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল গাফ্ফার প্রমুখ। রা/অ