বৃহস্পতিবর, ১২ িসেম্র ২০২৪, সময় : ০৫:৪৬ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে ডিবি পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে। বুধবার ১১ ডিসেম্বর বিকেলে চিমনা পাঠাকাটা মোড় নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- আ.লীগ সমর্থক নুরুল ইসলাম (৬০), যুবলীগ কর্মী মিজানুর রহমান মিজান (৩২) ও আরেক কর্মী মাজহারুল ইসলাম (৩৫)। তাদের বাড়ি উপজেলার পাঁচন্দর ইউপির চিমনা পাঠাকাটা এলাকায় বলে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ডিবি পুলিশের একদল ফোর্স তানোর উপজেলার পাঁচন্দর ইউপির চিমনা পাঠাকাটা মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এসব নেতাকর্মীদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে হয় তো মুসলেকা নিয়ে তাদের ছেড়ে হতে পারে বলে পুলিশের নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান বলেন- থানাপুলিশ নয়, জেলা ডিবি পুলিশের একদল ফোর্স বেশ কয়েকজনকে আটক করেছে। হয় তো জিজ্ঞাসাবাদ শেষে মুসলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হতে পারে বলে জানান ওসি। রা/অ