বৃহস্পতিবর, ১২ িসেম্র ২০২৪, সময় : ০৫:২৮ am
এম এম মামুন :
রাজশাহীর মোহনপুরে নাম জড়িয়ে ভুল বা মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার মৌগাছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের মেজর আলী বিশ্বাস। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে মৌগাছি ইউনিয়ন পরিষদের নিজ কার্যারয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন প্যানেল চেয়ারম্যানের মেজর আলী বিশ্বাস।
লিখিত বক্তব্যে মেজর আলী বিশ্বাস জানান, গত ৯ ডিসেম্বর উপজেলার নুড়িয়াক্ষেত্র বিলের একটি পুকুরে মাছ মারার প্রস্তুতিকে কেন্দ্র করে আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। যা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট বটে। তিনি বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজনীতি করি। আমার রাজনৈতিক প্রতিপক্ষ মৌপাড়া পুড়িয়াপাড়া গ্রামের বয়েজ উদ্দিন, পূর্ব পুঠিয়াপাড়া গ্রামের শাহাজাহান আলী ও ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর নুড়িয়াক্ষেত্র গ্রামের পারবত আলী, রেজাউল করিম, তজিবর রহমান, মাখনপুর গ্রামের দুলাল আলী, রাকিবুল ইসলাম এরা যোগসাজোসে আমাকে ফাঁসাতে এবং আমার মান ক্ষুন্ন করতে নিজেরায় জাল ভাড়া করে মাছ মারার মিথ্যা নাটক সাজায়।
তিনি আরো বলেন, প্রকৃত পক্ষে পুকুরটির জমির মালিক নুড়িয়াক্ষেত্র গ্রামের সাত্তার আলীকে পুকুরে নামতে দিবেনা বলে এমন নাটক সাজায় তারা। বিষয়টি সাংবাদিক বৃন্দ না বুঝেয় আমার নাম জড়িয়ে মিথ্যা প্রচারণা চালায়। এছাড়াও পুকুরটির প্রকৃত মালিক ও উক্ত গ্রামবাসী সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন। পাশাপাশি আমাকে ফাঁসাতে জেলেকে দিয়ে মিথ্যা বক্তব্য মিডিয়ায় প্রকাশ করা হয় এবং আমাকে হুমকি প্রদান করা হয়। তিনি আরও বলেন, আমাকে জড়িয়ে মিথ্যা প্রচারণার জন্য যারা দ্বায়ী তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি কতিপয় ব্যক্তিরা আমার নামে দলীয় নের্তৃবৃন্দের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এদিকে, উক্ত সংবাদ সম্মেলনে পুকুরটির মালিক দাবি করা ব্যক্তি সাংবাদিকদের জানান, ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোসরা জোরপুর্বক আমার পুকুরটি সরকারিভাবে লিজ দেয়। এরপর থেকে তারা আমাকে পুকুরে নামতে দেয়নি। আমি তাদের বিরূদ্ধে উপজেলা প্রশাষনসহ বিভিন্ন দফতরে আভিযোগ দায়ের করেছি। এছাড়াও আদালতে মামলা দায়ের করেছি। আদালত উক্ত পুকুরে ১৪৪ ধারা জারি করেছে। তারপরও তারা সেখানে মাছ চাষ করে যাচ্ছে। রা/অ