বৃহস্পতিবর, ১২ িসেম্র ২০২৪, সময় : ০৫:২৮ am
নিজস্ব প্রতিবেদক :
হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। বৃহস্পতিবার বিকালে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান মোবাইল ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করেন। আরএমপির সদর দফতরে ফোন হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার সকালে আরএমপির মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, ‘উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত। আরএমপির সাইবার ক্রাইম ইউনিট তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ফোনগুলো উদ্ধার করেছে। এটি আমাদের সেবার একটি অংশ।
পুলিশ জানায়, মোবাইল ফোনগুলো বিভিন্ন সময় রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যায়। এ সংক্রান্ত থানায় হারানো জিডি এন্ট্রি হয়। পরবর্তীতে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করে।
হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মোবাইলের মালিকরাও খুব আনন্দিত। তারা আরএমপির প্রতি কৃতজ্ঞ। এত দ্রুত সময়ের মধ্যে ফোনগুলো উদ্ধার করে ফিরিয়ে দেওয়ায় তারা আরএমপির পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। রা/অ