বৃহস্পতিবর, ১২ িসেম্র ২০২৪, সময় : ০১:৩৭ am
ভ্রাম্যমান প্রতিবেদক :
সংসারে সচ্ছলতা আনতে সুদূর চাঁপাই নবাবগঞ্জ জেলা থেকে ধান কাটতে আসেন রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউপির গাল্লা দরিয়া গ্রামে । ধান কাটা মাড়ায় শেষে বাড়িতে যাচ্ছিলেন কৃষি শ্রমিক দূরুল হুদা। কিন্তু পথে মধ্যেই স্টিয়ারিং ভটভটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান শ্রমিক দুরুল হুদা (৪৫)।
তার বাড়ি চাপাইনবয়াবগঞ্জ জেলার কালিনগর গ্রামে। তিনি আব্দুস সালামের পুত্র। মঙ্গলবার সকালের দিকে উপজেলার বাধাইড় ইউপির শিকপুর তমিজকুড়ি কবিরের বাড়ির পার্শ্বে ঘটে এমন দূর্ঘটনা। পরিবারের লোকজনের মাঝে এমন খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, উপজেলায় ধান কাটার সময় চাপাইনবয়াবগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকরা আসেন তানোর উপজেলায় ধান কাটতে। উপজেলার কৃষকের ধান কাটা মাড়ায়ের ভরসা বহিরাগত শ্রমিকরা। চলতি রোপা আমন ধান কাটতে চাঁপাই থেকে আসেন বাধাইড় ইউপি এলাকায়। ধান কাটা শেষে বাড়ির উদ্দেশ্যে স্টিয়ারিং গাড়ি করে রওনা দেন শ্রমিক দুরূল হুদা, তার ছেলে আবু তালহা ও মনিরুল ইসলাম। ইউপির দরিয়া গাল্লা গ্রাম হতে রওনা হয়ে পথেমধ্যে শিকপুর তমিজকুড়ি কবিরের বাড়ির পার্শ্বে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান শ্রমিক দুরূল হুদা। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মুন্ডুমালা পুলিশ ফাঁড়িতে দেয়।
দুরুলের ছেলে তালহা জানান, বাড়ি থেকে ধান কাটতে বাবাসহ আমরা আসি। সবাই একসাথে বাড়িতে যাচ্ছিলাম। কিন্তু দূর্ঘটনায় আমার বাবা মারা গেলেন। বাড়িতে বাবার লাশ নিয়ে যেতে হল। কেউ মানতেই পারছেন বলে হাওমাও করে কেঁদে ফেলেন।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, এঘটনাটি নিয়ে সড়ক দূর্ঘটনা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মৃতের লাশ হস্তান্তর করা হয়েছে। রা/অ