বৃহস্পতিবর, ১২ িসেম্র ২০২৪, সময় : ১২:৩৮ am
আব্দুস সবুর, ভ্রাম্যমান প্রতিবেদক :
রাজশাহীর তানোরে ব্র্যাকের আলুবীজ বাড়তি দামে কালোবাজারে বিক্রির জন্য পাঁচার করার সময় আটক করে কৃষকরা বলে অভিযোগ পাওয়া গেছে । আটকের পর ওই বীজ ন্যায্য মূল্যে বিক্রি না করে উপজেলা প্রশাসন ইঁদুর বিড়াল খেলা শুরু করেছেন। চলতি মাসের ১৫ নভেম্বর সন্ধ্যার দিকে উপজেলার চান্দুড়িয়া ইউপির গাগরন্দ মোড় সংলগ্ন চকদমদমা গ্রামের রনির বাড়িতে ঘটে আলুবীজ আটকের ঘটনা।
এঘটনায় ওই এলাকার কৃষক সোহেল বাদী হয়ে সার বীজ ব্যবসায়ী লালুকে বিবাদী করে গত রবিবার উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি অফিসারের নিকট লিখিত অভিযোগ দেন। অভিযোগে ১৫ জন কৃষক স্বাক্ষর করেন। গত প্রায় ১১ দিন ধরে বীজ নিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আটক রাখা রনির বাড়িতে ভীড় করছেন। কিন্তু কোনভাবেই বীজ পাচ্ছেন কৃষকরা। ফলে দ্রুত সময়ের মধ্যে বীজ গুলো ন্যায্য মূল্যে বিক্রির দাবি তুলেছেন কৃষকরা। কারণ চলতি মাসেই গোকুল গ্রামের আতিক নামের এক ব্যক্তির বাড়িতে বীজ রেখেছিলেন। সেই বীজ জব্দ করে ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হয়। তাহলে গাগরন্দ মোড়ে আটকানো বীজ কেন ন্যায্য মূল্যে বিক্রি করা হবে না এমন প্রশ্ন উঠেছে আলু চাষীদের মাঝে।
অভিযোগে জানা গেছে, চলতি নভেম্বর মাসের ১৫ তারিখে তানোর পৌর এলাকার কালিগঞ্জ হাটের সার ব্যবসায়ী লালু সন্ধ্যার দিকে ব্র্যাকের এগ্রেড ও বিগ্রেড আলুর বীজ চকদমদমা গ্রামের রনির বাড়িতে প্রায় ১১০/১২০ বস্তা মজুদ করে। মজুদ রেখে এগ্রেড ৩ হাজার ১৬০ টাকা ও বি গ্রেড ৩ হাজার ৪০ টাকার বিপরীতে ৭ হাজার ও ৫ হাজার টাকায় বিক্রি করছেন। এমন খবরে বাদীসহ স্থানীয় কৃষকরা আলুর বীজ গুলো আটক করেন। আটকের কারণে ব্যবসায়ী লালুসহ তার লোকজনরা নানাভাবে হুমকি দিচ্ছেন কৃষকদের।
বাদী সোহেলসহ কৃষকরা জানান, গত ১৫ নভেম্বর বীজ গুলো আটক করা হয়। আটকের পর থেকে গোপনে ভাগবাটোয়ারা করছেন প্রভাবশালীরা। বাড়তি দামে বীজ বিক্রি করলেও প্রশাসন কোনকিছুই করছেনা। অবস্থাটা এমন কৃষকরা বীজ আটকিয়ে মহা বেকায়দায় পড়েছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বীজ নিতে কৃষকরা দোকানে ভীড় করলেও পাচ্ছেন না। লালু কালিগঞ্জ হাটে তার ব্যবসা প্রতিষ্ঠানে বাড়তি দামে মেমো কাটেন আর রনির বাড়ি থেকে পাচার হয়। তিনি কোন আলুর চাষাবাদ করবে না বলে সূত্র জানায়।
রহিদুল নামের এক কৃষক জানান, গত সোমবার উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি সম্পর্কে বলা হলে তিনি বলেন, আমি লোক পাঠাচ্ছি। কিন্তু কোন লোক আসেনি। অভিযুক্ত ব্যবসায়ী লালুর সাথে ০১৭৩৩১৩৪৪৯৭ মোবাইল নম্বরে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আমি অফিসে আছি পরে কথা বলছি। পরে ফোন দেয়া হলেও তিনি আর রিসিভ করেননি। পরে ইউএনওর সাথে গত সোমবার মোবাইলে কথা বলা হলে তিনি এই প্রতিবেদকেও একই কথা বলেন।
বীজের কোন সমাধান না হওয়ায় মঙ্গলবার সকালের দিকে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামকে অবহিত করা হলে তিনি জানান, আমি কৃষি অফিসারের সাথে কথা বলে জানতে পেরেছি ওই সব বীজ আলু নাকি রোপন করবেন।
এব্যাপারে উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্যবসায়ী লালু নাকি প্রজেক্ট করবে এজন্য বীজ এনেছে। কৃষকরা বলছে বাড়তি দামে বিক্রি করার কারণে কৃষকরা আটক করেছে জানতে চাইলে তিনি জানান, ১১৭ বস্তা আলুর বীজ রয়েছে। সেখান থেকে একবস্তা বীজ বিক্রি হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রা/অ