বৃহস্পতিবর, ১২ িসেম্র ২০২৪, সময় : ০১:০৩ am
শহিদুল ইসলামন (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কৃতি সন্তান ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত) ২৩ নভেম্বর রবিবার নির্বাচন কমিশনার হিসাবে শপথ গ্রহণ করেছেন। তাঁর এ সম্মান নাচোলবাসীকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল। এমন সংবাদে নাচোল উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তাঁর প্রফেশনাল জীবনের সংক্ষিপ্ত পরিচিতি তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল পৌর এলাকার মাস্টারপাড়া মহাল্লায় ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। সেখানে স্কুল ও কলেজ জীবন শেষে ১৮তম বিএমএ লংকোর্সে তিনি ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন।
তিনি ১৯৮৮ সালের জুনে কমিশন লাভ করেন এবং সর্ব বিষয়ে সর্বশ্রেষ্ঠ ক্যাডেট হিসেবে সোর্ড অব অনার লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। পেশাগত জীবনে এবং প্রশিক্ষণে তিনি অসামান্য উৎকর্ষ লাভ করেন।
তিনি আর্মি স্টাফ কোর্সে প্রথম হওয়ার পাশাপাশি মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ-এ প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। ফলশ্রুতিতে তিনি যুক্তরাষ্ট্রে দ্বিতীয় স্টাফ কোর্স করার যোগ্যতা লাভ করেন। সেখানে দক্ষতার সাথে ইউএস আর্মি কমান্ড এন্ড জেনারেল স্টাফ কোর্স সম্পন্ন করার পাশাপাশি মাস্টার্স ইন মিলিটারী আর্টস এন্ড সাইন্স-এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি ভারতের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ম্যানেজমেন্ট স্টাডিজ বিষয়ে ডিসটিংসন সহ প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কোর্সেও সর্বোচ্চ মান প্রদর্শন করেন। তিনের অধিক সামরিক প্রশিক্ষণে প্রথম স্থান অধিকার করায় তিনি এসইউপি বা সেনা উৎকর্ষ পদক লাভ করেন। এছাড়াও তিনি দুবার তাঁর কমান্ড দক্ষতার জন্য সেনাবাহিনী প্রধানের প্রশংসা লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এ পিএইচডি রিসার্চ ফেলো।
দীর্ঘ ৩৪ বছর ৭ মাসের কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুদায়িত্ব পালন করেছেন। এরমধ্যে কমান্ড পর্যায়ে পদাতিক ব্যাটালিয়ান এবং ব্রিগেড কমান্ড, এবং কম্যান্ডান্ট আর্মি সিকিউরিটি ইউনিট অন্যতম। স্টাফ অফিসার হিসেবে তিনি জিএসও-৩ (অপারেশন), ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, জিএসও-২ সামরিক অপারেশন পরিদপ্তর, এবং, কর্নেল জেনারেল স্টাফ ডিজিএফআই-এ দায়িত্ব পালন করেন। প্রশিক্ষক হিসেবে তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ এবং স্কুল অফ ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিকস্ এর রণকৌশল শাখায় কর্মরত ছিলেন।আর্মি ট্রেনিং এ্যান্ড ডক্ট্রিন কমান্ডের ট্রেনিং ডিভিশনের প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
তিনি বিদেশে যেসব ট্রেনিং কোর্সে অংশগ্রহণ করেছেন তারমধ্যে রয়েছে মিড ক্যারিয়ার কোর্স (পাকিস্তান), ইউনাইটেড স্টেটস আর্মি কমান্ড এন্ড জেনারেল স্টাফ অফিসার কোর্স (যুক্তরাষ্ট্র), হাইয়ার ডিফেন্স ম্যানেজমেন্ট কোর্স (ভারত) এবং ইন্টারন্যাশনাল ইনটেলিজেন্স ডিরেক্টরস কোর্স (ইউকে)। তিনি জাতিসংঘ মিশনে ১৯৯৪-৯৫ সময়ে সোমালিয়ায় এবং ২০০৩-০৪ সময়ে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো-তে দায়িত্ব পালন করেছেন।
ব্রিগেডিয়ার জেনারেল ফজল ডিফেন্স সার্ভিস কমান্ড এন্ড স্টাফ কলেজ, মিরপুর, ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর, ইউনাইটেড স্টেটস আর্মি কমান্ড এন্ড জেনারেল স্টাফ কলেজ, যুক্তরাষ্ট্র এবং কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্ট, ভারত -এর অ্যালামনাই। সর্বশেষে তিনি বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ, পাকিস্তান এবং একইসাথে বাংলাদেশ দূতাবাস, তেহরান, ইরান- এ সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। এ এ্যাসাইনমেন্ট শেষে তিনি ২০২৩ সালে এলপিআর এ যান এবং ফেব্রুয়ারি ২০২৪ সালে পুরোপুরি অবসর গ্রহণ করেন। রা/অ