বৃহস্পতিবর, ১২ িসেম্র ২০২৪, সময় : ০১:৪৯ am

সংবাদ শিরোনাম ::
দুর্গাপুরে সাংবাদিকের ওপর চিকিৎসকের হামলা বাগমারায় তারেক জিয়ার প্রজন্মদলের ঝিকরা ইউনিয়ন কমিটির অনুমোদন বিজয়নগরে ত্রিমুখী সং’ঘর্ষে নারী-শিশুসহ ৩ জন নিহত তানোরে ডিবি পুলিশের অভিযানে আ.লীগ ও যুবলীগের নেতাকর্মী আটক চারঘাটে ৬২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ আরএমপি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেপ্তার তানোরে ওয়ারিশন সনদ ও ট্র্রেড লাইসেন্স প্রাপ্তিসহ জরুরি কাজে ভোগান্তি তানোরে মৎস্য চাষের মটর থেকে অবৈধ সেচ বাণিজ্য ভারতে আটক বাংলাদেশিদের ছবি প্রকাশ করল ভারতীয় কোস্ট গার্ড হাসিনার তৈরী আইন দিয়েই তার বিচার হবে : নগর জামায়াত সেক্রেটারি ইমাজ নগরীতে ওয়াসার নির্বাহী প্রকৌশলী সেই ‘ডন’ গ্রেপ্তার আড়ালে পাচার, নারী নিরাপত্তায় মনোযোগ দরকার : উদিসা ইসলাম সীমান্ত-সংলগ্ন মিয়ানমারের ২৭০ কিমি এলাকা দখলে নিয়েছে আরাকান আর্মি সিরিজের দ্বিতীয়টিতে টস হেরেছে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন রাজশাহীতে সন্ত্রাসি কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩ এবারের বিজয় দিবসের কনসার্টে মূল চমক বেবী নাজনীন মোহনপুরে ভুল সংবাদ প্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যানের সংবাদ সম্মেলন ভারতীয় বেডশিট ছুড়ে ফেললেন রিজভী, আগুন দিলেন নেতাকর্মীরা মোহনপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে লীজকৃত পুকুরে মাছ ধরার অভিযোগ নগরীতে ছাত্রলীগের নেতাকে পিটুনি দিয়ে পুলিশে দিল ছাত্রদলের নেতাকর্মীরা
গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ, বন্ধু মিতালীর চেয়ারম্যানসহ আটক ৪

গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ, বন্ধু মিতালীর চেয়ারম্যানসহ আটক ৪

ডেস্ক রির্পোট :
নওগাঁয় বন্ধু মিতালী ফাউন্ডেশন এর চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনকে আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। গতকাল রোববার সকালে বগুড়া থেকে তাকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। এর আগে শনিবার মামুনুর রশিদ মামুনের স্ত্রী, ভাগনি জামাই এবং বন্ধু মিতালী ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী (এমডি) নাজিম উদ্দিন তনুর বোন সুফাকে আটক করে পুলিশ। নাজিম উদ্দিন তনু নওগাঁ শহরের জগৎসিংহপুর মহল্লার বাসীন্দা। মামুনুর রশিদ মামুন আটকের খবর জানার পর দুইশ ভুক্তভোগী দুপুরে সদর থানায় গিয়ে ভিড় করে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী তাদের বুঝিয়ে ফেরত পাঠান।

জানা যায়, নওগাঁ শহরের খাঁস-নওগাঁ পোষ্ট অফিস পাড়ায় গত কয়েক বছর থেকে বেসরকারি সংস্থা বন্ধু মিতালী ফাউন্ডেশন ঋনদান কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এছাড়া জামানতকারীদের লাখে দুই থেকে আড়াই হাজার টাকা মুনাফা (লাভ) দিতেন। জেলার ১১ টি উপজেলায় এ সংস্থার শাখা রয়েছে। উচ্চ মুনাফার ফাঁদে পড়ে গ্রামের সহজ-সরল শত শত মানুষ কোটি কোটি টাকা আমানত রাখে। এ সংস্থার সদস্য প্রায় সাড়ে ৫ হাজার জন। গত দুই মাস থেকে গ্রাহকদের মুনাফা দেওয়া বন্ধ করে দেয় ওই সংস্থা। কিন্তু তারপরও সংস্থার প্রধান নির্বাহী (এমডি) নাজিম উদ্দিন তনু কৌশলে গ্রাহকদের ডিসেম্বর মাস থেকে মুনাফা দেওয়ার আশ্বাস দিয়ে আসছিলেন। কিছুদিন আগেও শহরের সরিষাহাটির মোড়ে একটি শাখা বন্ধ রাখা হয়। বন্ধ পাওয়ায় শাখার শত শত গ্রাহক দুশ্চিন্তায় পড়ে যান। মুনাফা না পেয়ে কিছুদিন আগে ভুক্তভোগীরা বিষয়টি নিয়ে সেনাবাহিনীসহ প্রশাসনকে লিখিত অভিযোগ করে। গত অক্টোবর মাসে সেনাবাহিনীর তত্বাবধানে এক সমাবেশে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন সংস্থার পরিচালক ও চেয়ারম্যান। কিন্তু গত ১২ নভেম্বর সংস্থার সব কার্যক্রম বন্ধ করে দিয়ে রাতের আধারে সাড়ে ৫ হাজার গ্রাহকের অন্তত ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় সংস্থার পরিচালক ও চেয়ারম্যান। শত শত গ্রাহক প্রতিদিন সংস্থার প্রধান কার্যালয়ে গিয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। আদো টাকা পাবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় গ্রাহকরা। গ্রাহকদের পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

খাঁস-নওগাঁ মহল্লার বাসীন্দা মোসতাক আহমেদ পাপ্পু বলেন, অসুস্থ মানুষ কাজ করতে পারিনা। কর্ম জীবনে সঞ্চিত ৫ লাখ টাকা গত ৩ বছর আগে এ সংস্থায় রেখেছিলাম। মাসে ১০ হাজার টাকা মুনাফা পেতাম। যা দিয়ে ছেলেমেয়েদের লেখাপড়াসহ সংসারের খরচ মেটাতাম। গত দুই মাস আগে ৫০ হাজার টাকা তুলে নেওয়া হয়। বাঁকী টাকা তুলে নিতে গেলে আজকাল দিবো বলে কালক্ষেপণ করছিলেন তনু। হঠাৎ করে অফিস বন্ধ করে সবাই উধাও হয়ে যায়। এ মাসেও মুনাফা পাওয়া যায়নি। এখন সংসার চালাতে ঋনগ্রস্ত হয়ে পড়েছি।

একই এলাকার গৃহবধূ শারমিন বলেন, জমি বন্ধক রেখে গত এক বছর আগে এ সংস্থায় ৭ লাখ টাকা জমা রেখেছিলাম। মাসে দুই হাজার করে লাভ পেতাম। বেশ কিছু সংস্থা পালিয়ে গেছে। এসব দেখে টাকা তুলে নিতে চেয়েছিলাম। ডিসেম্বর মাসে সংস্থা থেকে টাকাও দিতে চেয়েছে। কিন্তু তার আগেই পালিয়ে যায়। এখন দুশ্চিন্তায় পড়েছি। নওগাঁ সদর মডেল থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, সেনাবাহিনীর সদস্যরা মামুনুর রশিদ মামুনকে আটক করে থানায় সোপর্দ করেছে। তাকে জিজ্ঞাবাদ করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। তিনি আরও বলেন- মামুনুর রশিদ মামুনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। আগে তিনি কৃষি কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে এনজিওর সাথে যুক্ত হন। তার কোন ব্যবসা-বাণিজ্য নেই। কোন যোগ্যতায় চেয়ারম্যান হয়েছেন তিনি জানেন না। এছাড়া কত টাকা সংস্থায় জমা আছে সেটাও জানেন না। এমন একজন মানুষ কীভাবে চেয়ারম্যান হতে পারে আর গ্রাহকরা কীভাবে এত টাকা রাখতে পারে তা আমার বোধগম্য না। সূত্র : দৈনিক বাংলা

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.