বৃহস্পতিবর, ১২ িসেম্র ২০২৪, সময় : ০১:৫৮ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল হতে বিকাল পর্যন্ত তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির কার্যালয়ে চলে ভোট গ্রহন। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষে বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ওরফে জানে আলম সভাপতি ও সাংবাদিক টিপু সুলতান সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। এছাড়াও কোষাধ্যক্ষ পদে তুহিন শাহ বিজয়ী হয়েছেন।
বণিক সমিতি সূত্রে জানা গেছে, সভাপতি পদে দুইজন আর সাধারণ সম্পাদক পদে তিন ও কোষাধ্যক্ষ পদেও তিনজন করে প্রার্থী ভোটে অংশ নেন। এর মধ্যে সভাপতি ও কোষাধ্যক্ষ পদে হাড্ডা হাড্ডি লড়াই হলেও সাধারণ সম্পাদক পদে অন্য দুই প্রার্থীর চেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কালেরকন্ঠ পত্রিকার তানোর প্রতিনিধি ও সানশাইন পত্রিকার স্টাফ রির্পোটার সাংবাদিক টিপু সুলতান। তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সদস্য সংখ্যা ৫৬৩ জন।
এরমধ্যে নির্বাচিত সভাপতি জানে আলম ২৬৯ ভোট আর পরাজিত প্রার্থী সারোয়ার হোসেন ২৫৮ ভোট পান। নিকটতম প্রার্থীর চেয়ে ১১ ভোট বেশি পেয়ে জানে আলম সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে টিপু সুলতান ২৬৩ ভোট, তৌহিদুল ইসলাম ১৯০ ভোট আর সাজ্জাদ হোসেন ৭৬ ভোট পান। নিকটতম প্রার্থীর চেয়ে ৭৩ ভোট বেশি পেয়ে টিপু সুলতান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এছাড়াও কোষাধ্যক্ষ পদে তুহিন শাহ ৩০৪ ভোট আর রান্টু ১৮৬ ও আব্দুর রহমান ২৬ ভোট পান। নিকটতম প্রার্থীর চেয়ে ১১৮ ভোট বেশি পেয়ে তুহিন শাহ কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন।
নবনির্বাচিত তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির নেতা মিজানুর রহমান মিজান এবং সাবেক ছাত্রদলের সভাপতি ও কৃষকদলের সদস্য সচিব এম এ মালেক মন্ডল।
এছাড়াও মুন্ডুমালা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান তুহিন, দৈনিক যুগান্তর ও উত্তরা প্রতিদিন পত্রিকার তানোর প্রতিনিধি ইমরান হোসাইন এবং দৈনিক যায়যায়দিন ও সানশাইন পত্রিকার বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি আসাদুজ্জামান মিঠুসহ বিভিন্ন পেশা ও শ্রেণির ব্যক্তিরা নবগতদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। রা/অ