বৃহস্পতিবর, ১২ িসেম্র ২০২৪, সময় : ০১:২৯ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩ রাতে ৯টি গরু চুরি হয়েছে। গত ১২ নভেম্বর গভীর রাতে উপজেলার নেজামপুর ইউপির পচা কান্দর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোমিনুর রহমানের মাটির গোয়াল ঘরে সিঁধ কেটে প্রায় ২ লাখ টাকা মূল্যের ৩টি গরু চুরি হয়।
অপরদিকে, ১৫ নভেম্বর নাচোল পৌর এলাকার শিমুলতলা মহল্লার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সানাউল্লার বাড়ি লাগা গরুর খামারের তালা কেটে ৫টি গরু চুরি হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।
ইতিপূর্বে গত ২৯ অক্টোবর নাচোল ইউপির পশ্চিম লক্ষণপুর গ্রামের আব্দুর রকিবের গোলাল ঘরের তালা কেটে ১টি গাভী চুরি হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ৩টি পরিবারের গরু চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, গরুর মালিক আব্দুর রকিব, মমিনুল ও সানাউল্লা পৃথকভাবে অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রা/অ